Technology

9 months ago

সুন্দর ডিজাইন সহ লঞ্চ হয়েছে Vivo S18 সিরিজ, জেনে নিন দাম

Vivo S18
Vivo S18

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভিভো অবশেষে বহু প্রতীক্ষিত Vivo S18 সিরিজ লঞ্চ করেছে। নতুন S-লাইনআপে Vivo S18, Vivo S18 Pro এবং Vivo S18e – এই তিনটি মডেল অন্তর্ভুক্ত রয়েছে। এর মধ্যে স্ট্যান্ডার্ড ও প্রো – উভয় মডেলই এইচডি+ ওলেড ডিসপ্লে, ৫০ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫,০০০ এমএএইচ ব্যাটারি অফার করে। বেস মডেলটি Qualcomm Snapdragon 7 Gen 3 প্রসেসর সহ এলেও, Pro মডেলে রয়েছে MediaTek Dimensity 9200+ চিপসেট। আসুন তাহলে Vivo S18 এবং উচ্চতর S18 Pro মডেলের ডিজাইন, স্পেসিফিকেশন, ফিচার এবং দাম সম্পর্কে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক।

Vivo S18 এবং Vivo S18 Pro এর দাম

কোম্পানি তাদের Vivo S18 ফোনের ভ্যানিলা মডেল চারটি এবং প্রো মডেল তিনটি করে স্টোরেজ ভেরিয়েন্টে পেশ করেছে।

Vivo S18 ফোনের 8GB + 256GB মডেলের দাম 2,299 ইউয়ান অর্থাৎ প্রায় 22,350 টাকা রাখা হয়েছে।

12GB + 256GB মডেলের দাম রাখা হয়েছে 2,599 ইউয়ান অর্থাৎ প্রায় 30,450 টাকা।

12GB + 512GB মডেল 2,799 ইউয়ান অর্থাৎ প্রায় 32,800 টাকা দামে পেশ করা হয়েছে।

16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 2,999 ইউয়ান অর্থাৎ প্রায় 35,700 টাকা।

একইভাবে Vivo S18 Pro ফোনের 12GB + 256GB মডেল 3,199 ইউয়ান অর্থাৎ প্রায় 38,100 টাকা দামে সেল করা হবে।

16GB + 256GB মডেল 3,499 ইউয়ান অর্থাৎ প্রায় 41,000 টাকা দামে পেশ করা হয়েছে।

16GB + 512GB মডেলের দাম রাখা হয়েছে 3,699 ইউয়ান অর্থাৎ প্রায় 43,300 টাকা।

এই ফোনদুটি হোয়াইট, গ্রীন এবং ব্ল্যাক কালারে পেশ করা হয়েছে।

Vivo S18 ফোনটি আগামী 22 ডিসেম্বর থেকে চীনে সেল করা হবে। অন্যদিকে 13 জানুয়ারি থেকে Vivo S18 Pro ফোনটি সেল করা হবে।


Vivo S18 এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo S18 ফোনে 6.78 ইঞ্চির কার্ভড এমোলেড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: এই ফোনে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 জেন 3 চিপসেট এবং Adreno 720 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত LPDDR5 RAM এবং 512GB পর্যন্ত UFS 3.1 ইন্টারনাল স্টোরেজ রয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হয়েছে। এতে OIS ফিচারযুক্ত 50 মেগাপিক্সেল প্রাইমারি সেন্সর এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স সহ অরা লাইট যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50 মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা রয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য Vivo S18 ফোনে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি দেওয়া হয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ওয়াইফাই, ব্লুটুথ 5.3, ইউএসবি টাইপ সি পোর্ট এবং জিপিএসের মতো প্রয়োজনীয় ফিচার যোগ করা হয়েছে।

ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।


Vivo S18 Pro এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: Vivo S18 Pro ফোনে 6.78 ইঞ্চির কার্ভ এমোলেড ডিসপ্লে রয়েছে। এই স্ক্রিন 2800 x 1260 পিক্সেল রেজোলিউশন, 20:9 আসপেক্ট রেশিও, 120Hz রিফ্রেশরেট এবং 2800 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে।

প্রসেসর: প্রসেসিঙের জন্য এই ফোনে মিডিয়াটেক ডায়মেনসিটি 9200+ চিপসেট দেওয়া হয়েছে। এর সঙ্গে এই ফোনে Mali-G715 Immortalis MP11 জিপিইউ যোগ করা হয়েছে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 16GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হয়েছে।

ক্যামেরা: ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ রয়েছে। এতে এলইডি লাইট সহ OIS সাপোর্টেড 50MP Sony IMX920 প্রাইমারি সেন্সর, 50MP Samsung JN1 আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 2x অপটিক্যাল জুম সাপোর্টেড 12MP Sony IMX663 টেলিফটো লেন্স যোগ করা হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এই ফোনে 50MP ফ্রন্ট ক্যামেরা দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য এতে 80 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্টেড 5000mAh ব্যাটারি রয়েছে।

অন্যান্য: এই ফোনে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ব্লুটুথ, ওয়াইফাই, ইউএসবি টাইপ সি পোর্ট, এনএফসি এবং জিপিএসের মতো ফিচার যোগ করা হয়েছে।

ওএস: Vivo S18 Pro ফোনটি অ্যান্ড্রয়েড 14 অপারেটিং সিস্টেম এবং অরিজিন ওএস 4 এ কাজ করে।


You might also like!