Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Technology

2 years ago

পার্টি জমিয়ে তুলতে লঞ্চ হল এই পোর্টেবল স্পিকার SKYBALL Party Box 400

SKYBALL Party Box 400
SKYBALL Party Box 400

 

 দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্তমান উৎসবের মরশুমে কোম্পানি তাদের নতুন SKYBALL Party Box 400 পেশ করেছে। জানিয়ে রাখি বর্তমানে আমাজন সেলে এই স্পিকার অর্ধেক দামে বেচা হচ্ছে। এই পোর্টেবল স্পিকারে আরজিবি লাইটিংও রয়েছে। চলুন দেখে নেওয়া যাক এই স্পিকারের দাম, অফার এবং স্পেসিফিকেশন সম্পর্কে।

SKYBALL Party Box 400 এর দাম

SKYBALL Party Box 400 এর দাম 9,999 টাকা। তবে সেল উপলক্ষে এই স্পিকার মাত্র 4,998 টাকা দামে বেচা হচ্ছে। এছাড়াও ব্যাঙ্ক অফার ব্যাবহার করে SKYBALL Party Box 400 আরও কম দামে কেনা যাবে।

ব্যাঙ্ক অফার

SBI Credit Card ব্যাবহার করে নন-ইএমআই ট্রানজংকশন করলে 1250 টাকা পর্যন্ত ডিসকাউন্ট এবং SBI Debit Card এর মাধ্যমে এই স্পিকার কিনলে 750 টাকা পর্যন্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

এছাড়া SBI Credit Card এর মাধ্যমে নন-ইএমআই ট্রানজংকশন ব্যাবহার করে এই স্পিকার কিনলে 500 টাকার অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে।

SKYBALL Party Box 400 এর স্পেসিফিকেশন

SKYBALL Party Box 400 একটি পোর্টেবল স্পিকার এবং এতে দুটি 40W সুপার বেস স্পিকার আছে।

এই স্পিকারে হাই কোয়ালিটি ড্রাইভার এবং দুটি 3-ইঞ্চির টুইটার আছে, যা জোরালো এবং স্পষ্ট সাউন্ড আউটপুট দেয়।

Skyball Party Box 400 স্পিকারে IPX5 রেটিং রয়েছে অর্থাৎ এটি জলের ছিটার থেকে সুরক্ষিত থাকবে।

বয়ে নিয়ে যাওয়ার সুবিধার জন্য এতে ডুয়েল গ্রিপ হ্যান্ডেল রয়েছে।

এই স্পিকারে 4,500mAh ব্যাটারি যোগ করা হয়েছে যা 5 ঘন্টা পর্যন্ত প্লেব্যাক দিতে সক্ষম।

চার্জিঙের জন্য এতে ইউএসবি টাইপ সি পোর্ট রয়েছে।

You might also like!