Technology

10 months ago

Old Mobile Phone sell: অনলাইনে প্রচুর দামে বিক্রি করুন পুরনো মোবাইল, রয়েছে ৩ নামকরা ওয়েবসাইট

Old Mobile Phone
Old Mobile Phone

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  অনেকেই আছেন যাঁরা নিয়মিত নিজেদের মোবাইল ফোন বদল করেন। সেক্ষেত্রে পুরনো ফোন বিক্রি করতে দিতে স্থানীয় কোনও ব্যবসাদারের সাহায্য নিতে হয়। অথবা পরিচিত কাউকে সেই পুরনো ফোন বিক্রি করতে হয়। এর ফলে অনেকসময় কেনা দাম থেকে অনেক কম মূল্যে ফোন বিক্রি করেন। সেই সমস্যা থেকে এবার মুক্তি। এবার অনলাইনেই বিক্রি করতে পারবেন আপনার পুরনো স্মার্টফোন।

অনললাইনে স্মার্টফোন বিক্রির জন্য রয়েছে একাধিক ওয়েবসাইট। তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য এবং জনপ্রিয় সাইট হল ক্যাশিফাই (Cashify) এবং ইনস্টাক্যাশ (InstaCash)। এই দুটি ওয়েবসাইট সরাসরি পুরনো ফোন কিনে নেয়। ফোনের মডেল অনুযায়ী দাম ঠিক করে সংস্থাগুলি। এছাড়াও বুডলি (Budli.in) নামেও একটি সাইট রয়েছে। যেখানে মোবাইল ফোন ছাড়াও যেকোনও পুরনো ইলেকট্রনিক্স দ্রব্য বিক্রি করতে পারবেন।

এই তিনটি ওয়েবসাইট ছাড়াও রয়েছে একাধিক থার্ড পার্টি প্ল্যাটফর্ম। যার মাধ্যমে পুরনো ফোন বিক্রির বিজ্ঞাপন দিতে পারেন। সেগুলি হল অতি পরিচিত OLX এবং Quikr।


You might also like!