Technology

10 months ago

কমে গেল Nothing Phone (2) এর দাম, জেনে নিন নতুন দাম

Nothing Phone 2
Nothing Phone 2

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ লঞ্চের প্রায় পাঁচ মাসের মাথায় Nothing Phone 2-এর দাম কমে গেল। এক ধাক্কায় 5,000 টাকা সস্তা হল ফোনটি। ফলে, Nothing-এর দ্বিতীয় প্রজন্মের হ্যান্ডসেটটি ক্রয় করতে 40,000 টাকারও কম খরচ হবে। অফারের এখানেই শেষ নয়। ফোনের পাশাপাশিই আবার CMF 65W GaN চার্জার দেওয়া হচ্ছে ব্যাপক ছাড়ে। এই চার্জারের দাম আগে যেখানে 2,999 টাকা ছিল, তাই এখন পাওয়া যাবে বিশেষ ছাড়ে মাত্র 1,999 টাকায়। এ প্রসঙ্গে জেনে রাখা ভাল যে, Nothing Phone 2-এর রিটেল বক্সে কাস্টমাদের কোনও চার্জার অফার করা হয় না।

Nothing Phone (2) এর নতুন দাম

Nothing Phone (2) এর 8GB + 128GB মডেল 44,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল। একইভাবে ফোনটির 12GB + 256GB মডেল 49,999 টাকা এবং 12GB + 512GB ভেরিয়েন্ট 54,999 টাকা দামে লঞ্চ করা হয়েছিল।

এখন এই ফোনের 8GB/128GB মডেলের দাম 39,999 টাকা, 12GB/256GB ভেরিয়েন্টের দাম 44,999 টাকা এবং 12GB/512GB মডেলের দাম 49,999 টাকা করে দেওয়া হয়েছে।

ফোনটি কোনো ব্যাঙ্ক অফার বা অন্য কোনো অফার ছাড়াই এই দামে পাওয়া যাবে।

এক্সক্লুসিভ ফ্লিপকার্ট এবং ক্রোমা সাইটের মাধ্যমে এই ফোন সেল করা হয়।

Nothing Phone (2) এর স্পেসিফিকেশন

ডিসপ্লে: এই ফোনে 6.7 ইঞ্চির এফএইচডি প্লাস ওএলইডি LTPO ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিনটি 120Hz রিফ্রেশরেট, হাই রেজলিউশন, HDR10+, 10 বিট কালার এবং 240Hz টাচ স্যাম্পেলিং রেট সাপোর্ট করে। এছাড়া সুরক্ষার জন্য এতে গোরিলা গ্লাস যোগ করা হয়েছে।

প্রসেসর: নতুন নাথিং ফোনে ইন্ডাস্ট্রি বেস্ট কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 প্লাস জেন 1 চিপসেট রয়েছে। এই প্রসেসর 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে কাজ করে। এছাড়া হাই কোয়ালিটি গ্রাফিক্সের জন্য এতে অ্যাড্রিনো 720 জিপিইউ দেওয়া হয়েছে।

স্টোরেজ: এই ফোনটি 12GB পর্যন্ত RAM এবং 512GB পর্যন্ত স্টোরেজের সঙ্গে পেশ করা হয়েছে।

ক্যামেরা: এই ফোনে ডুয়েল রেয়ার ক্যামেরা সেটআপ যোগ করা হয়েছে। এই সেটআপে OIS সাপোর্টেড 50 মেগাপিক্সেলের IMX890 প্রাইমারি ক্যামেরা সেন্সর এবং 50 মেগাপিক্সেলের সেকেন্ডারি সেন্সর রয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32MP ফ্রন্ট ক্যামেরা সেন্সর দেওয়া হয়েছে।

ব্যাটারি: পাওয়ার ব্যাকআপের জন্য 4700 এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে। এই ব্যাটারি 45W ফাস্ট চার্জিং এবং 15W ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করে।

ওএস: এই ফোনটি লেটেস্ট অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং Nothing OS 2.0 এ কাজ করে।

সুরক্ষা: সুরক্ষার জন্য এই ফোনে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং আইপি রেটিং দেওয়া হয়েছে। এই ফোনে আগামী 3 বছর অ্যান্ড্রয়েড আপডেট এবং 4 বছর সিকিউরিটি আপডেট পাওয়া যাবে।


You might also like!