Technology

9 months ago

POCO : POCO M6 Pro 4G ফোনের গ্লোবাল লঞ্চের ডেট, দেখে নিন

POCO M6 Pro 4G
POCO M6 Pro 4G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ পোকো সম্প্রতি ঘোষণা করেছে যে, তারা Poco X6 সিরিজের সাথে Poco M6 Pro 4G আগামী ১১ জানুয়ারি ভারতে লঞ্চ করবে৷ এই স্মার্টফোগুলির লঞ্চের তারিখ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হওয়ার পর, এবার Poco X6 সিরিজ এবং Poco M6 Pro 4G-তে ব্যবহৃত চিপসেটগুলির নামও শাওমি (Xiaomi)-এর সাব-ব্র্যান্ডটি নিশ্চিত করেছে।

পোকো আগামী ১১ জানুয়ারি ভারতে তিনটি নতুন স্মার্টফোন উন্মোচন করতে চলেছে, এগুলি হল পোকো এক্স৬ ৫জি, পোকো এক্স৬ প্রো ৫জি এবং পোকো এম৬ প্রো ৪জি। লঞ্চের তারিখটি গতকালই একটি টিজার পোস্টারের মাধ্যমে প্রকাশ করা হয়েছে। আর এখন আসন্ন ফোনলির চিপসেটের নাম প্রকাশ করেছে পোকো। নতুন পোস্টারে কোম্পানি নিশ্চিত করেছে যে পোকো এক্স৬ প্রো ৫জি মডেলটিতে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩০০ আল্ট্রা প্রসেসর রয়েছে।

POCO M6 Pro 4G এর   স্পেসিফিকেশন

ডিসপ্লে: লিক হওয়া আমাজন লিস্টিং অনুযায়ী POCO M6 Pro 4G ফোনে 6.67-ইঞ্চির ফুল HD+ pOLED ডিসপ্লে দেওয়া হতে পারে। এতে 120Hz রিফ্রেশরেট এবং হাই ব্রাইটনেস থাকতে পারে।

প্রসেসর: পারফরমেন্সের জন্য এই ফোনে মিডিয়াটেক হেলিও জি99 চিপসেট যোগ করা হতে পারে।

স্টোরেজ: ডেটা স্টোর করার জন্য এই ফোনে 12GB RAM + 512GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ দেওয়া হবে বলে আশা করা হচ্ছে। এর সঙ্গে virtual RAM ও মাইক্রোএসডি কার্ড স্লট থাকতে পারে।

ক্যামেরা: POCO M6 Pro 4G ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ দেওয়া হতে পারে। এতে অপটিক্যাল ইমেজ স্টেবিলাইজেশন (OIS) এবং AI সাপোর্টেড 64MP প্রাইমারি ক্যামেরা সেন্সর যোগ করা হতে পারে। এছাড়া সেলফি এবং ভিডিও কলের জন্য 16MP ক্যামেরা থাকতে পারে।

ব্যাটারি: POCO M6 Pro 4G ফোনে 67W ওয়্যারর্ড চার্জিং সাপোর্টেড 5,000mAh ব্যাটারি থাকবে বলে শোনা যাচ্ছে।

ওএস: এই ফোনটি অ্যান্ড্রয়েড 13 এবং MIUI সহ পেশ করা হতে পারে।

You might also like!