Technology

10 months ago

OPPO Reno10 Pro 5G এর নতুন দাম

OPPO Reno10 Pro 5G
OPPO Reno10 Pro 5G

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কোম্পানি এই সিরিজের ফোনে সুন্দর ডিজাইনের পাশাপাশি শক্তিশালী স্পেসিফিকেশন দিয়ে থাকে। কোম্পানির এই সিরিজের ফ্যানদের জন্য সুখবর রয়েছে, এই সিরিজের OPPO Reno10 Pro 5G ফোনের দাম 2,000 টাকা কমিয়ে দেওয়া হয়েছে। অনলাইন এবং অফালিন উভয় প্ল্যাটফর্মে এই প্রাইস ড্রপ করা হয়েছে। চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক এই ফোনের নতুন দাম এবং প্রাইস ড্রপ সম্পর্কে।

2,000 টাকা দাম কমিয়ে দেওয়ার পর OPPO Reno10 Pro 5G ফোনটি কেনার জন্য ইউজারদের 37,999 টাকা দাম দিতে হবে।

ফোনটি লঞ্চের সময় অনলাইন এবং অফলাইন প্ল্যাটফর্মে 39,999 টাকা দামে সেল করা হত।

এই প্রাইস ড্রপ ফোনটির 12GB RAM+256GB স্টোরেজ ভেরিয়েন্টের ক্ষেত্রে কার্যকর।

এই ফোনটি গ্লসি পার্পল এবং সিলভারি গ্রে কালারে সেল করা হয়।

OPPO Reno10 Pro 5G এর অন্যান্য অফার

শপিং সাইট flipkart এ OPPO Reno10 Pro 5G ফোনটি কেনার সময় কানারা ব্যাঙ্ক এবং ওয়ান কার্ড ক্রেডিট কার্ডে 10 শতাংশ ডিসকাউন্ট পাওয়া যায়।

ইউজাররা পুরনো ফোন পরিবর্তন করে এই ফোনটি কিনলে 4,000 টাকা পর্যন্ত এক্সট্রা ডিসকাউন্ট পাওয়া যায়।

এই ফোনটি কেনার সময় 6 মাসের নো কস্ট EMI এর অপশন পর্যন্ত পাওয়া যায়। এই সুবিধা ব্যাবহার করে মাসে মাত্র 6,667 টাকার বিনিময়ে এই ফোন কেনা যায়।

OPPO Reno10 Pro 5G এর স্পেসিফিকেশন

ডিসপ্লে – OPPO Reno10 Pro 5G ফোনে 6.7 ইঞ্চির ফুল HD+ OLED 3ডি কার্ভড ডিসপ্লে দেওয়া হয়েছে। এই স্ক্রিন 120Hz রিফ্রেশরেট, 2412 × 1080 পিক্সেল রেজোলিউশন এবং 950 নিটস পীক ব্রাইটনেস সাপোর্ট করে। স্ক্রিনের সুরক্ষার জন্য এতে কর্নিং গোরিলা গ্লাস 5 যোগ করা হয়েছে।

প্রসেসর – এই ফোনে Qualcomm Snapdragon 778G 5G অক্টাকোর প্রসেসর রয়েছে। এছাড়া এই ফোনে VC লিকুইড কুলিং টেকনোলজি দেওয়া হয়েছে।

স্টোরেজ – এই ফোনটিতে 12GB RAM এবং 256GB পর্যন্ত ইন্টারনাল স্টোরেজ যোগ করা হয়েছে। এতে RAM expension ফিচার ব্যাবহার করে এতে 8GB এক্সট্রা RAM যোগ করা যায়।

ক্যামেরা – ফটোগ্রাফির জন্য এই ফোনে ট্রিপল রেয়ার ক্যামেরা রয়েছে। এতে 50 মেগাপিক্সেল IMX890 আলট্রা ক্লিয়ার প্রাইমারি, 32 মেগাপিক্সেল টেলিফটো পোর্ট্রেট লেন্স এবং 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স দেওয়া হয়েছে। একইভাবে সেলফি এবং ভিডিও কলের জন্য এতে 32 মেগাপিক্সেল IMX709 ফ্রন্ট সেন্সর যোগ করা হয়েছে।

ব্যাটারি – পাওয়ার ব্যাকআপের জন্য এই ফোনে 80W ফাস্ট চার্জিং সাপোর্টেড 4600mAh ব্যাটারি রয়েছে।

ওএস – OPPO Reno10 Pro 5G ফোনটি অ্যান্ড্রয়েড 13 অপারেটিং সিস্টেম এবং কালার ওএস 13.1 এ কাজ করে।

You might also like!