Technology

9 months ago

Google Gemini : চ্যাটজিপিটিকে টেক্কা দিতে তৈরী জেমিনি!ব্যবহার জানেন?

Google Gemini (Symbolic Picture)
Google Gemini (Symbolic Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ প্রযুক্তি দুনিয়ায় বিপ্লব ঘটিয়েছে চ্যাটজিপিটি,যদি ও তা আর বলার অপেক্ষা রাখেনা। গত বছর নভেম্বর মাসে ওপেনএআই চ্যাটজিপিটি এনে তাক লাগিয়ে দিয়েছিল বিশ্বকে। বছর ঘুরতে না ঘুরতেই গুগল বাজারে আনল তাদের নতুন এআই টুল Google Gemini।

বুধবারই লঞ্চ হয়েছে গুগল জেমিনি। সংস্থার সিইও সুন্দর পিচাই জানান, এটাই গুগলের বিজ্ঞান ও ইঞ্জিনিয়ারিং বিভাগের বড় কীর্তি। বুদ্ধিতে মানুষকে টেক্কা দেবে জেমিনি। ৮ বছর ধরে এই নিয়ে কাজ করা হয়েছে। এই নতুন টুল এআইকে অন্য পর্যায়ে নিয়ে যাবে বলে দাবি গুগলের।

আল্ট্রা, প্রো এবং ন্যানো--- এই তিন ধাপে কাজ করবে গুগলের এআই টুল। আল্ট্রা মোডে ব্যবহার করা হয়েছে লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল। প্রো-তে তুলনামূলক ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করা হয়েছে। ন্যানো-তে আরও ছোট ল্যাঙ্গুয়েজ মডেল ব্যবহার করেছে গুগল। এছাড়াও এই টুলে টেনসর প্রসেসিং ইউনিট নামে একটি হার্ডওয়্যার সিস্টেম আছে। থাকছে গ্রাফিক্স প্রসেসিং ইউনিটও।

জেমিনি এআই গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে ব্যবহার করা যাবে। এছাড়াও গুগলের বার্ড সিস্টেমেও এই নতুন টুল ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা। আপনার যদি গুগল অ্যাকাউন্ট থাকে আপনি স্বচ্ছন্দে জেমিনি-র সুবিধা উপভোগ করতে পারবেন। বার্ডের ওয়েবসাইটে গিয়ে নিজের গুগল অ্যাকাউন্ট লগইন করলেই মিলবে জেমিনি-র সুবিধা। সেখানেই আপনি বার্ডকে যা কিছু জিজ্ঞাসা করতে বা বলতে চান তা টাইপ করতে পারেন। বার্ড জেমিনি প্রো ব্যবহার করে উত্তর দেবে তার। গুগল পিক্সেল ৮ স্মার্টফোনে জেমিনি ব্যবহার করতে ইন্টারনেট সংযোগের প্রয়োজন পড়বে না। 

সংস্থার দাবি, জেমিনির অডিও স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা চ্যাটজিপিটি-র থেকে বহুলাংশে উন্নত। চ্যাটজিপিটি-র স্পিচ ট্রান্সলেশনের দক্ষতা যেখানে ২৯ শতাংশ, সেখানে জেমিনির দক্ষতা ৪০.১ শতাংশ।

You might also like!