Technology

9 months ago

Ather 450X Apex: 2500 টাকায় বৈদ্যুতিক স্কুটারের বুকিং শুরু, জেনে নিন ফিচার

Ather 450X Apex
Ather 450X Apex

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ একাধিক ছাড়-সহ কোম্পনির তৈরি বৈদ্যুতিক দুই চাকার গাড়িগুলি মিলছে তুলনামূলকভাবে অনেক কম দামে। এবার গ্রাহকদের জন্য পুনরায় একটি চমক নিয়ে এল বেঙ্গালুরুভিত্তিক স্টার্ট-আপ সংস্থাটি। একটি সংবাদ সংস্থা সূত্রে খবর, এথার এনার্জির পক্ষ থেকে অফিশিয়ালি কোম্পানির সর্বাধুনিক বৈদ্যুতিক স্কুটার Ather 450X Apex-এর বুকিং গ্রহণ করা শুরু হয়েছে। যদিও এখনও পর্যন্ত সংস্থাটির পক্ষ তাদের এই স্কুটারটি লঞ্চ করা হয়নি। তবে ইতিমধ্যেই স্কুটারটির বেশ কিছু বৈশিষ্ট্য প্রকাশ পেয়েছে যে কারণে গ্রাহকদের মধ্যে এই আসন্ন বৈদ্যুতিক স্কুটারটি নিয়ে চাপা উত্তেজনা চোখে পড়েছে।

Ather 450X Apex ফিচার

এথার অ্যাপেক্সের এই নতুন বৈদ্যুতিক স্কুটারটিতে একটি অত্যাধুনিক Wrap+ রাইডিং মোড পেতে চলেছে গ্রাহকেরা। এটি ছাড়াও বাইকটিতে আরও তিনটি রাইডিং মোড থাকতে চলেছে। যেগুলি হল ইকো, রাইড এবং স্পোর্ট। Wrap+ এর এই নতুন প্রযুক্তিটি বর্ধিত গতির জন্য স্কুটারের সম্পূর্ণ শক্তি ব্যবহার করার প্রতিশ্রুতি দেয়। এছাড়াও কোম্পানির যে নতুন টিজারটি প্রকাশ করা হয়েছে, সেটি অনুসারে চালকের এই বৈদ্যুতিক স্কুটারে বেশি ব্রেক ব্যবহার করার প্রয়োজন পড়বে না। নতুন অ্যাপেক্স একটি শক্তিশালী ব্রেক প্রযুক্তি নিয়ে আসতে চলেছে যা চালকদের থ্রটলকে অন্যদিকে মোচড় দিয়ে গাড়ি নিয়ন্ত্রণ করার সুযোগ দিতে চলেছে।

Ather 450X Apex ডিজাইন

Ather 450X Apex-এ Ather 450X –এর অনুরূপ ডিজাইন থাকতে চলেছে বলে ধারনা করা হচ্ছে। তবে এটিকে ইউনিক লুকস দেওয়ার জন্য অতিরিক্ত রঙ, নতুন গ্রাফিক্স প্রদান করা হতে পারে। এছাড়াও স্কুটারটি একটি লাইট সাব-ফ্রেম এবং স্বচ্ছ রিয়ার প্যানেল সহ আসার সম্ভাবনা রয়েছে।

Ather 450X Apex পারফর্ম্যান্স

নতুন বৈদ্যুতিক স্কুটারটি একটি উন্নত ইলেকট্রিক মোটর সহ আসবে বলে ধারনা করা হচ্ছে। যা স্কুটারটিকে কুইকার অ্যাক্সিলারেশন এবং 100 কিলোমিটার প্রতি ঘন্টার গতি প্রদান করবে। ব্যাটারির ক্ষমতা 3.4 kWh –এর সমান স্তরেই থাকতে চলেছে। এছাড়াও স্কুটারটি সম্পূর্ণ ডিজিটাল টাচস্ক্রিন ক্লাস্টার, ব্লুটুথ কানেকটিভিটি, ই-সিম সাপোর্ট, এলইডি লাইট, টেলিস্কপিক ফ্রন্ট ফ্রক্স, মোনো-শক রিয়ার সাসপেনশন এবং ডিস্ক ব্রেক সহ আসতে চলেছে।

ইতিমধ্যেই প্রস্তুতকারী সংস্থার পক্ষ থেকে এই আসন্ন স্কুটারটির বুকিং গ্রহণ করা শুরু হয়ে গিয়েছে। আগ্রহী গ্রাহকেরা কোম্পানির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে 2,500 টাকার একটি টোকেন মূল্য প্রদানের বিনিময়ে এই স্কুটারটির অগ্রিম বুকিং করতে পারবেন। 2024 সালের মার্চ মাস থেকে এথারের এই অত্যাধুনিক স্কুটারটির ডেলিভারি শুরু করা হবে। নতুন বৈদ্যুতিক স্কুটারটির দাম 1.8 লক্ষ টাকা (এক্স-শোরুম) থেকে শুরু হবে বলে ধারণা করা হচ্ছে।


You might also like!