Breaking News
 
Partha Chatterjee: মমতাকে বিস্ফোরক চিঠি পার্থর: 'অন্য অভিযুক্তদের পাশে দল থাকে, আমার ক্ষেত্রে ব্যতিক্রম কেন?' Amit Shah: 'সবাইকে খুঁজে বের করুন'! দিল্লি বিস্ফোরণ নিয়ে শাহের জরুরি বৈঠক, তদন্তে গতি বাড়ানোর নির্দেশ Delhi Blast: বিস্ফোরক তথ্য হাতে! লালকেল্লার চক্রীদের পরবর্তী নিশানায় ছিল দিওয়ালি, প্রজাতন্ত্র দিবস Patha Chatterjee: তিন বছর পর নিজের বাড়িতে পার্থ,ঘরে ঢুকতেই উঠল ‘জিন্দাবাদ’ স্লোগান—আবেগতাড়িত প্রাক্তন মন্ত্রী! Pakistan car blast: পাকিস্তানে জো়ড়া হামলা—ইসলামাবাদে প্রাণহানি ১২, খাইবারে পাক সেনার কনভয় হামলায় আহত ১৬! IPL 2025: সঞ্জু-জাডেজা ট্রেড ডিল পাকা? জল্পনা বাড়িয়ে RR অধিনায়ককে জন্মদিনের শুভেচ্ছা চেন্নাইয়ের

 

Technology

1 year ago

BSNL OFFER: বিনামূল্যে প্রচুর ডেটা দিচ্ছে BSNL, শুধু মানতে হবে কয়েকটি সাধারণ নিয়ম

BSNL OFFER
BSNL OFFER

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বর্ষশেষে গ্রাহকদের জন্য প্রচুর অফার নিয়ে এল মোবাইল পরিষেবা প্রদানকারী সংস্থা BSNL। বিনামূল্যে গ্রাহকরা পাবেন অতিরিক্ত ডেটা। মূলত বেসরকারি সংস্থাগুলির সঙ্গে টেক্কা দিতেই বিশেষ এই অফার লঞ্চ করল রাষ্ট্রায়ত্ত্ব সংস্থাটি।

BSNL এর মোট ৬টি রিচার্জ প্ল্যানের সঙ্গে অতিরিক্ত ডেটা পাবেন ব্যবহারকারীরা। যে ছটি প্ল্যানে এই সুবিধা দেওয়া হবে সেগুলি হল ২৫১ টাকা, ২৯৯টাকা, ৩৯৮টাকা, ৪৯৯ টাকা ৬৬৬ টাকা এবং ৫৯৯ টাকা। এই প্ল্যানগুলির মধ্যে যেকোনও একটি প্ল্যান দিয়ে রিচার্জ করলেই ৩ GB অতিরিক্ত ডেটা পাওয়া যাবে। তবে BSNL Self Care এর মাধ্যমেই রিচার্জ করলে তবেই অতিরিক্ত ডেটার সুবিধা পাওয়া যাবে।

বর্তমানে গ্রাহক পরিষেবা আরও উন্নতির দিকে জোর দিয়েছে BSNL। দেশের ১ লাখ অঞ্চলে 4G চালু করতে চলেছে তারা। ইতিমধ্যে একাধিক বড় শহরে সেই পরিষেবা শুরুও হয়েছে। গ্রাহকদের সুবিধা দিতে একাধিক নতুন ট্যারিফ ভাউচারও চালু করেছে সংস্থাটি।


You might also like!