Technology

9 months ago

Samsung Galaxy: Samsung ব্যবহারকারীদের বড় বিপদ, সতর্ক হওয়ার পরামর্শ কেন্দ্রীয় সরকারের

Samsung Galaxy
Samsung Galaxy

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বড়সড় বিপদের সম্মুখীন Samsung Galaxy ফোন ব্যবহারকারীরা। কেন্দ্রীয় সরকারের তরফে এবিষয়ে সতর্কতা জারি করা হয়েছে। জানানো হয়েছে, Samsung এর মোবাইলে সাইবার হানা হতে পারে। এর ফলে ব্যবহারকারীদের তথ্য চুরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

কেন্দ্রীয় সরকারের ইন্ডিয়ান কম্পিউটার এমার্জেন্সি রেসপন্স টিম (CERT) র তরফে জানানো হয়েছে, কয়েক লাখ Samsung মোবাইলে সাইবার হানার সম্ভাবনা রয়েছে। মূলত যাঁরা Galaxy সিরিজের ফোন ব্যবহার করেন তাঁদের বিপদের সম্ভাবনা তুলামূলক বেশি। Android ভার্সন 11,12,13 এবং 14-তে ঝুঁকি রয়েছে। অতি দ্রুত ফোনের সিস্টেম সফ্টওয়ার আপডেট করার পরামর্শ দেওয়া হয়েছে।

ব্যবহারকারীদের সুরক্ষা দিতে ইতিমধ্যে বিশেষ সিকিউরিটি প্যাচ লঞ্চ করেছে Samsung। এবং যে মডেলগুলিতে সাইবার হানার সম্ভাবনা বেশি সেই মডেলগুলিতে ওই প্যাচ পাঠানো হয়েছে।

You might also like!