Technology

10 months ago

নতুন অ্যাকশন বাটনের সাথে লঞ্চ হবে কাস্টমাইজড iPhone 16

iPhone 16
iPhone 16

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ iPhone 16 আইফোন 15 সিরিজের আপগ্রেড হিসাবে 2024 সালে চালু করা হবে। সাধারণত সেপ্টেম্বর মাসে নতুন আইফোন লঞ্চ করা হয়। এমন পরিস্থিতিতে এবারও হতে পারে ফোনটি সেপ্টেম্বরে লঞ্চ হবে। বর্তমানে আলোচনা চলছে যে অ্যাপলের নতুন অ্যাকশন বাটনের সাথে নতুন আইফোন আসতে পারে। এই অ্যাকশন বাটনটি iPhone 15 Pro এবং iPhone 15 Pro Max-এর সাথে দেওয়া হয়েছে। এটি দেওয়া হয়েছিল নিঃশব্দ সুইচ প্রতিস্থাপন করার জন্য। একটি নতুন প্রতিবেদনে বলা হয়েছে যে সংস্থাটি কাস্টমাইজযোগ্য বোতামগুলির সাথে নতুন লাইনআপের চারটি মডেল প্রবর্তনের প্রস্তুতি নিচ্ছে।

iPhone 16 সিরিজের প্রত্যেকটি মডেলে Mute Switch বদলে Action Button দেওয়ার পরিকল্পনায় আছে Apple

ম্যাকরুমার্স (Macrumors) -এর একটি সাম্প্রতিক রিপোর্ট অনুসারে, অ্যাপল তাদের আপকামিং আইফোন ১৬ সিরিজের প্রত্যেকটি মডেলে মিউট সুইচের পরিবর্তে নতুন অ্যাকশন বাটন দেওয়ার পরিকল্পনা করছে। তবে সবথেকে উল্লেখযোগ্য বিষয় হল, সংস্থাটি এবার বেশকয়েকটি আপগ্রেডেড ফিচার যুক্ত করতে পারে অ্যাকশন বাটনে। এক্ষেত্রে অ্যাপল এই বাটনকে একটি মেকানিকাল বাটন হিসাবে না রেখে ক্যাপাসিটিভ-কী -তে পরিবর্তিত করতে পারে। এছাড়া জানা যাচ্ছে, নতুন অ্যাকশন বাটন – আন্ডার প্রেসার সেন্সিং সেন্সর এবং আইফোন ৭ মডেলের ন্যায় টাচ আইডি ফিচার পেতে পারে। অ্যাকশন বাটনের এই নতুন সংস্করণের কোডনেম ‘অ্যাটলাস’ (Atlas) রাখা হবে বলেই উল্লেখ আছে রিপোর্টে।

তবে উল্লেখিত তথ্যাদি যেহেতু সংস্থা দ্বারা এখনো নিশ্চিত করা হয়নি এবং পুরোটাই প্রি-প্রোডাক্ট তথ্য ভিত্তিক, সেহেতু আইফোন ১৬ সিরিজে ব্যবহৃত মূল অ্যাকশন বাটনের বৈশিষ্ট্য ও কার্যকারিতা কিছুটা ভিন্ন হলেও হতে পারে।

জানিয়ে রাখি অ্যাকশন বাটন একাধিক কার্যকরী তথা কাস্টমাইজড বিকল্প অফার করে থাকে। যেমন – ফ্ল্যাশলাইট টগল করা, শর্টকাট খোলা ইত্যাদি।

iPhone 16 সিরিজে Action Button দেওয়ার খবরে অখুশি ব্যবহারকারীরা

মিউট সুইচ সরিয়ে নতুন অ্যাকশন বাটন দেওয়ার বিষয়টি বহু আইফোন ব্যবহারকারী ভালো চোখে দেখছে না। যদিও মিউট সুইচের থেকে এই নয়া বাটনটি অধিক কার্যকর ফিচার অফার করে। তাসত্ত্বেও কিছু ব্যবহারকারীরা পুরানো ফিজিক্যাল সুইচটিই ব্যবহার করতে অধিক পছন্দ করছেন বলে জানিয়েছেন। আসলে অ্যাকশন বাটন একাধিক ফিচারের সাথে আসায় একটু জটিল। যেখানে কিনা মিউট সুইচের একটাই কাজ আইফোন সাইলেন্ট মোডে সেট করা। মনে হচ্ছে, ব্যবহারকারীরা সহজ সরল ফিচারের উপর একটু বেশিই আস্থা রাখছেন।


You might also like!