Breaking News
 
Saltlake Chaos: জীবন্ত পুড়ে মৃত্যু ডেলিভারি বয়ের, সল্টলেকে পুলিশ-জনতা সংঘর্ষে গ্রেপ্তার ৫! Gandhi vs Savarkar: স্বাধীনতা দিবসের পোস্টারে সাভারকরকে নিয়ে বিতর্ক, মোদি সরকারকে আক্রমণ বিরোধীদের! Roopa Gaguly: ‘আজ মা চলে গেলেন বাবার সঙ্গে দেখা করতে…’—মাকে হারিয়ে শোকস্তব্ধ অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায়! JU Bratya Basu Attack: যাদবপুরে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলার ছক স্পেন থেকে-দিল্লি বিমানবন্দরে গ্রেফতার যাদবপুরের প্রাক্তনী হিন্দোল মজুমদার! "Detention To Continue": বাংলাদেশি সন্দেহে ধরপাকড় চলবেই, অন্তর্বর্তী স্থগিতাদেশ দিলনা মহামান্য সুপ্রিম কোর্ট! Kanyasree Divas: কন্যাশ্রী দিবসে সাফল্যের খতিয়ান মুখ্যমন্ত্রীর, বিশ্বের ৫৫২ প্রকল্পের মধ্যে সেরা পশ্চিমবঙ্গের কন্যাশ্রী!

 

West Bengal

10 months ago

Haldia: হলদিয়া বন্দরে পাঁচ কিমি ম্যারাথন দৌড় প্রতিযোগিতা

5 km marathon race at Haldia port
5 km marathon race at Haldia port

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পূর্ব মেদিনীপুর জেলার হলদিয়া মহকুমাতে "স্বচ্ছতা হি সেবা" কেন্দ্রীয় কর্মসূচীতে পাঁচ কিলোমিটার ম্যারাথন দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হয়। দৌড় প্রতিযোগিতার সূচনা সকাল সাড়ে সাতটায়।

হলদিয়া বন্দরের প্রধান কার্যালয় হলদিয়া টাউনশিপ - এর জহর টাওয়ার থেকে শুরু হয়ে বিভিন্ন এলাকা ঘুরে শেষ হয়। সবুজ পতাকা নেড়ে সূচনায় হলদিয়া বন্দরের ডেপুটি চেয়ারম্যান সম্রাট রাহী। এই ম্যারাথন দৌড়ের প্রতিযোগিতায় বন্দরের কর্মী, বিভিন্ন স্কুল ও কলেজের পড়ুয়া সহ দুই মেদিনীপুর জেলার মহিলা ও পুরুষ মিলিয়ে প্রায় পাঁচশো প্রতিযোগী অংশগ্রহণ করে। শ্রীরাহী নিজেও দৌড়ে অংশ নেন এবং পুরোটা পথ দৌড়েছেন। পরিশেষে, জহর টাওয়ার প্রাঙ্গণে এক অনুষ্ঠানে ৯ থেকে ৯৯ বছর বয়সী চারটি গ্রুপের প্রথম, দ্বিতীয়, তৃতীয় স্থানাধিকারী ও যাত্রাপথ সম্পূর্ণ করার ফলে দৌড়ানো সকল প্রতিযোগীকে পুরস্কৃত করা হয়।

You might also like!