দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃপশ্চিমবঙ্গের অন্যতম শুষ্ক জেলা পুরুলিয়া। জলের তীব্র অভাবের জন্য ওখানকার বহু জমি অনাবাদি। কিছু জমি এক ফসলি। তাই কৃষকরা সদা সর্বদাই সচেষ্ট থাকেন বিকল্প চাষ করার জন্য। বহু ক্ষেত্রে কৃষি দফতর থেকেও কৃষকদের বিকল্প চাষের পথ দেখানো হয়। আর এই বিকল্প চাষের উদ্যোগ নিয়ে পুরুলিয়া পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের বেশ কিছু চাষী পরিবার মুগ ডাল চাষে উদ্যোগী হয়েছেন। এই প্রথমবার তারা নিজেদের জমিতে মুগ ডালের চাষ করেছেন। ফলনও বেশ ভাল হয়েছে। এমন চাষ করতে পেরে খুশি কৃষকরা। এ বিষয়ে কৃষকরা বলেন,"কৃষি দপ্তরের সাহায্য ছাড়াই একেবারেই নিজ উদ্যোগে তারা নিজেদের জমিতে মুগ ডালের বীজ বপন করেছিলেন। কয়েক মাসের মধ্যেই যথেষ্টই ভাল ফলন হয়েছে। তবে যদি বৃষ্টির দেখা পাওয়া যেত তাহলে তাদের ফলন আরও অনেকটাই ভাল হত।” অন্যান্য কৃষকরাও এবার উৎসাহিত হচ্ছে।
ওই গ্রামের চাষীরা আশা করছে এই মুগ ডাল বিক্রি করে লাভের মুখ দেখতে পারবেন। বিকল্প চাষ করে তারা কিছুটা হলেও উপকৃত হবেন বলে আশা রাখছেন। লাল মাটির জেলা পুরুলিয়া। রুক্ষ শুষ্ক হওয়ার কারণে এই জেলার বেশিরভাগ জমি এক ফসলী। জমিতে একবার ফলন হওয়ার ফলে কৃষি কাজের উপর যাদের জীবন জীবিকা নির্বাহ করে সেই সকল চাষীদের অনেকটাই সমস্যার মধ্যে পড়তে হয়। তাই অনেকেই বিকল্প চাষের পথ খুঁজে নেন জীবন জীবিকা নির্বাহ করার জন্য। তেমনি পুরুলিয়ার পুঞ্চা ব্লকের রমাইডি গ্রামের চাষিরা মুগ ডাল চাষ করে বিকল্প আয়ের রাস্তা খুঁজে পেয়েছেন। আগামী দিনে আরও অনেকেই এই ধরনের চাষের দিকে ঝুঁকবেই বলে কৃষি দপ্তর মনে করছে।