Livelihood message

2 months ago

ONGC Reruitment 2024: ONGC নিয়োগ করতে চলেছে ২ হাজারের বেশি কর্মী! কবে থেকে হবে ফর্মফিলাপ?

ONGC Reruitment 2024
ONGC Reruitment 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- পুজো মিটতেই প্রকাস্যে এল বিপুল নিয়োগের বিজ্ঞপ্তি। তারমধ্যে অন্যতম হলো, অয়েল এন্ড ন্যাচারাল গ্যাস কর্পোরেশন লিমিটেডে ২ হাজারেরও বেশি শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে । পশ্চিমবঙ্গের কলকাতা সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যের ONGC -র সেন্টারগুলোতে এই কর্মী নিয়োগ করা হবে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ITI পাস করে থাকলে এইসব পদগুলিতে আবেদন করা যাবে। ONGC র ৬টি জোনে এই নিয়োগ হবে। 

 ONGC এপ্রেন্টিস শূন্যপদ:-

* নর্দান সেক্টর ১৬১ টি

মুম্বাই সেক্টর ৩১০ টি

* ওয়েস্টার্ন সেক্টর ৫৪৭ টি

* ইস্টার্ন সেক্টর ৫৮৩ টি

* সাউদার্ন সেক্টর ৩৩৫ টি

* সেন্ট্রাল সেক্টর (কলকাতা, আগরতলা, বোকারো) ২৪৯ টি

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সেন্ট্রাল সেক্টরের অধীনে পশ্চিমবঙ্গের কলকাতা ওয়ার্ক সেন্টারে যেসব পদে নিয়োগ করা হবে সেগুলি হল: সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- ১২ টি, কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- ১০ টি, ফিটার- ২ টি, মেকানিক ডিজেল- ২ টি, ফায়ার সেফটি টেকনিশিয়ান - ৬ টি।

  * রাজ্যের স্থায়ী বাসিন্দারাই আবেদন করতে পারবে।

  * যোগ্যতা - 

  * সেক্রেটারিয়াল অ্যাসিস্ট্যান্ট- যেকোনো শাখায় গ্র্যাজুয়েশন পাশ।

   * কম্পিউটার অপারেটর এন্ড প্রোগ্রামিং অ্যাসিস্ট্যান্ট- COPA ট্রেডে ITI পাশ।

   * ফিটার- Fitter ট্রেডে ITI পাশ।

   * মেকানিক ডিজেল- Diesel Mechanic ট্রেডে ITI পাশ।

   * ফায়ার সেফটি টেকনিশিয়ান - সংশ্লিষ্ট ট্রেডে ITI পাশ।

বয়স - ১৮ - ২৪ বছর।

 আবেদন পদ্ধতি- অনলাইনে আবেদন করতে পারবেন। প্রথমে apprenticeshipindia.gov.in ওয়েবসাইটে গিয়ে ‘Apprentice Opportunities’ ট্যাবে রেজিস্ট্রেশন করতে হবে। তারপরে অনলাইনে আবেদন করা যাবে।

শেষ তারিখ - ২৫ অক্টোবর ২০২৪।


You might also like!