Livelihood message

4 months ago

RBI Recuitment 2024: ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে (আরবিআই) বিভিন্ন নিয়োগ,কীভাবে আবেদন জেনে নিন

RBI Recuitment 2024
RBI Recuitment 2024

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ   রিজার্ভ ব্যাঙ্কে চাকরি পেতে চান ? এই খবর তাহলে আপনারই জন্য। সম্প্রতি রিজার্ভ ব্যাঙ্ক গ্রেড বি পদের জন্য খুবই সংক্ষিপ্ত একটি বিজ্ঞপ্তি জারি করেছে।কী কী লাগবে, কারা আবেদনের যোগ্য, জেনে নিন বিশদে।

পদ

গ্রেড ডি চিফ আর্কেটিস্ট পদে কর্মী নিয়োগ করবে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। একজনকেই এই পদে নিয়োগ করা হবে

বয়সসীমা

এই পদে আবেদনের জন্য প্রার্থীর বয়স কম পক্ষে ৪৫ বছর থাকতে হবে।

শিক্ষাগত যোগ্যতা

এই পদে আবেদনের জন্য আধুনিক ভারতের ইতিহাস বা সোশ্যাল সায়েন্স বিষয়ে যে কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে ৫০ শতাংশ নম্বর লাগবে।

কীভাবে আবেদন

তথ্য যাচাই করে প্রার্থীদের ডাকা হবে। স্ক্রিনিং কমিটি এই কাজটি করবে। documentsrbisb@rbi.org.in এই ওয়েবসাইটে আবেদনপত্র-সহ নির্দিষ্ট তথ্য পাঠাতে হবে।

আবেদনের শেষ দিন

আবেদনের শেষ দিন ১২ অগাস্ট, ২০২৪

You might also like!