ম্যানচেস্টার, ২৮ অক্টোবর : ওয়েস্ট হ্যামের মাঠে রবিবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-১ গোলে হেরেছে এরিক টেন হাগের দল ম্যানচেস্টার ইউনাইটেড। সামারভিলের গোলে ইউনাইটেড পিছিয়ে পড়ার পর সমতা টানেন কাসেমিরো। যোগ করা সময়ের পেনাল্টি গোলে ব্যবধান গড়ে দেন জ্যারড বোয়েন।
প্রথমার্ধ ছিল গোলশূন্য। দ্বিতীয়ার্ধে শুরুতেও আক্রমণাত্মক ফুটবল খেললেও গোলের দেখা মিলছিল না। উল্টে ৭৪ মিনিটে ওয়েস্ট হ্যাম দারুন এক আক্রমণে গিয়ে বক্সের বাইরে থেকে ড্যানি ইঙ্গসের পাশ থেকে জালে বল পাঠান ডাচ ফরোয়ার্ড সামারভিল। পিছিয়ে পড়ার সাত মিনিটের মাথায় জালের দেখা পায় ম্যান ইউনাইটেড। সতীর্থের হেড থেকে গোলমুখে বল পেয়ে হেডেই গোলটি করেন কাসেমিরো।নির্ধারিত সময়ের তিন মিনিট বাকি থাকতে ইউনাইটেডের বক্সে তাদের ডিফেন্ডার মাটাইস ডি লিখট ওয়েস্টহ্যমের ইঙ্গসকে ফাউল করলে পেনাল্টির পায় ওয়েস্টহ্যম। সফল স্পট কিকে জয়সূচক গোলটি করেন বোয়েন।লিগে ৯ ম্যাচে ইউনাইটেড হারল চারটি ম্যাচ। তিন জয় ও দুই ড্রয়ে ১১ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে নেমে গেছে তারা। তাদের সমান পয়েন্ট নিয়ে গোল ব্যবধানে এগিয়ে ১৩ নম্বরে উঠেছে ওয়েস্ট হ্যাম।