kolkata

4 days ago

Firhad Hakim:রবীন্দ্র সরোবরে ছট পুজো নয়, অস্থায়ী ৮০ টি ঘাট প্রস্তুত - মেয়র

Firhad Hakim:
Firhad Hakim:

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  ছট পুজোতে শহর জুড়েই ঘাট এর সংখ্যা বাড়ছে। কলকাতা পুরসভা এ নিয়ে তৎপর। সূর্যোদয় থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত গঙ্গার স্থায়ী ঘাট সহ অস্থায়ী ঘাট নিয়ে ৮০ টির প্রস্তুতি জোরকদমেই।

মেয়র ফিরহাদ হাকিম এ প্রসঙ্গে জানান, ছয়টি কৃত্রিম জলাশয় ও প্রস্তুত রাখা হবে। নৌবাহিনীর অনুমতি সাপেক্ষে তক্তা ঘাটে ছট পুজোর জন্য আয়োজন করা হয়েছে। কলকাতা পুরসভার তরফেও এ কথা জানানো হয়েছে।

এদিকে, আগামী ৭ নভেম্বর, বৃহস্পতিবার বিকেল থেকে পরদিন শুক্রবার ৮ তারিখ সকাল পর্যন্ত চক্র রেল চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। অন্যদিকে, আলো দিয়ে সাজানো হবে সমস্ত ঘাট। পুলিশ ও পর্যাপ্ত নিরাপত্তা রক্ষী মোতায়েন করা হবে ঘাটের নিরাপত্তা সুনিশ্চিত করতে। নিমতলা ঘাটের ভাঙা অংশ ঘিরে রাখতে কলকাতা বন্দর কর্তৃপক্ষের কাছে এ নিয়ে আগাম জানানো হয়েছে।

উল্লেখ্য, রবীন্দ্র সরোবরে বন্ধ রাখা হয়েছে ছটপুজো, এ নিয়ে ফের স্মরণ করিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল গ্রিন ট্রাইব্যুনালের পূর্বের সংশ্লিষ্ট নির্দেশ।

You might also like!