দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় আপাতত ভারী বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সপ্তাহভর আকাশ মূলত পরিষ্কারই থাকবে। তবে সব জেলাতেই কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের আবহাওয়া মূলত থাকবে শুষ্ক। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী কিছু দিন মূলত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। তবে বিক্ষিপ্ত ভাবে দু’-এক পশলা হালকা বৃষ্টি হতে পারে।
অর্থাৎ কালীপুজো বা দীপাবলির সময়েও রাজ্যে কোনও কোনও অঞ্চলে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও কালীপুজোর পর থেকেই আবহাওয়া বদলাতে শুরু করবে দক্ষিণের একাধিক জেলায়। সপ্তাহান্তে কলকাতা-সহ দক্ষিণের একাধিক জেলায় আবহাওয়া বদলাতে পারে। কলকাতা ও সংলগ্ন দুই জেলা— হাওড়া ও হুগলিতে শনিবার থেকে আবহাওয়া মূলত শুষ্কই থাকবে। পাশাপাশি ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া জেলাতেও শনি-রবিবার মোটের উপর শুষ্ক থাকবে আবহাওয়া।
কালীপুজোয় উত্তরবঙ্গেও একাধিক জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোনও কোনও জেলায় বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতও হতে পারে। দুই পার্বত্য জেলা— দার্জিলিং, কালিম্পঙের পাশাপাশি আলিপুরদুয়ারেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।