West Bengal

3 days ago

Dilip Ghosh: ভয়ের পরিবেশ তৈরি করে মেদিনীপুরে জিততে চায় তৃণমূল : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

খড়গপুর, ২ নভেম্বর : তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। দিলীপ দাবি করেছেন, ভয়ের পরিবেশ তৈরি করে মেদিনীপুর বিধানসভা উপ-নির্বাচনে জিততে চায় তৃণমূল কংগ্রেস। শনিবার সকালে খড়গপুরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, "তৃণমূল এখানে উপনির্বাচন পরিচালনা করে। তাঁরাই সিদ্ধান্ত নেবে কাকে ভোট দিতে হবে। তাঁরা নির্বাচনের ঠিক আগে ভয়ের পরিবেশ সৃষ্টি করে এবং উত্তেজনা সৃষ্টি করে। তাঁরা বিজেপি অফিস ভাঙচুর শুরু করেছে এবং এখন ভয়ের পরিবেশ তৈরি করে নির্বাচনে জেতার চেষ্টা করবে।"

উল্লেখ্য, আগামী ১৩ নভেম্বর মেদিনীপুর বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণ। মেদিনীপুরের বিধায়ক জুন মালিয়া সাংসদ নির্বাচিত হওয়ায় বিধায়ক পদে ইস্তফা দিয়েছেন। তার জেরেই খালি হয়েছে আসনটি। তৃণমূল এখানে প্রার্থী করেছে সুজয় হাজরাকে। বিজেপি প্রার্থী শুভজিৎ রায়। পেশায় ব্যবসায়ী সুজয়বাবু প্রথম থেকেই তৃণমূল করেন। বর্তমানে দলের সাংগঠনিক জেলা সভাপতি তিনি। এর আগে কখনও ভোটে লড়েননি।

You might also like!