Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Life Style News

2 months ago

weight loss diet tips:পুজোর আগে রোগা হতে চান? এই ৫টি সাদা খাবার বাদ দিলেই হবে কাজ!

weight loss before Puja
weight loss before Puja

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :ইদানীং অনেকেই ওজন কমানোর জন্য পুষ্টিবিদের পরামর্শ না নিয়ে গুগ্‌লের উপর ভরসা রাখেন। সঙ্গে থাকে সমাজমাধ্যমে ভাইরাল হওয়া নানা ভিডিয়ো—সেগুলি দেখে অনেকে হঠাৎ করেই শুরু করে দেন তথাকথিত ‘ক্রাশ ডায়েট’। কিন্তু বিষয়টা এত সহজ নয়। প্রতিটি মানুষের শরীর আলাদা, তাই যেটা এক জনের ক্ষেত্রে কাজ করে, সেটা আর এক জনের শরীরে নেতিবাচক প্রভাব ফেলতেও পারে। পুষ্টিবিদদের মতে, রোগা হওয়ার পথে খাওয়াদাওয়ার পদ্ধতি ও ভারসাম্য সবচেয়ে গুরুত্বপূর্ণ। তাই না বুঝে ট্রেন্ড মেনে ডায়েট শুরু করলে লাভের বদলে হতে পারে বড় ক্ষতি।

কী খাচ্ছেন, কখন খাচ্ছেন এবং কতটা খাচ্ছেন, এই তিনটি বিষয়ের উপরেই নির্ভর করে আপনার রোগা হওয়ার সম্ভাবনা। এক এক জনের জন্য এক এক রকম ডায়েট থাকলেও, পুষ্টিবিদেরা জানাচ্ছেন, রোগা হতে চাইলে বাদ দিতে হবে সাদা রঙের কয়েকটি খাবার। জেনে নিন, ওজন ঝরানোর সময় কোন কোন সাদা খাবার সকলের স্বাস্থ্যের জন্যই ক্ষতিকর।

সাদা চিনি

যদি ওজন ঝরাতে চান, তা হলে বন্ধ করতে হবে চিনি খাওয়া। জিমে গিয়ে যতই পরিশ্রম করুন, চিনি বা চিনিযুক্ত কেক, মাফিন, নরম পানীয় খাওয়া বন্ধ না করলে কিন্তু সমস্ত পরিশ্রমই জলে যাবে। চিনি যে শুধু ওজন বাড়িয়ে দেয়, তা নয়। শরীরে হরমোনের ভারসাম্যও নষ্ট করে। মিষ্টি যদি একান্তই খেতেই হয়, তা হলে মেপল সিরাপ, খাঁটি মধু কিংবা গুড় খেতে পারেন।

সাদা ভাত

সাদা ভাতে শর্করার মাত্রা বেশি। এই স্টার্চ ওজন বাড়িয়ে দিতে পারে খুব সহজেই। ওজন ঝরানোর সময় ভাত খাওয়া একেবারে ছেড়ে না দিলেও তার পরিমাণ নিয়ে কিন্তু অতিরিক্ত সতর্ক হতে হবে। কিন্তু অধিকাংশ ক্ষেত্রেই সেই পরিমাণ মেপে খাওয়া হয় না। শুধু ওজন নয়, রক্তে শর্করার মাত্রাও বাড়িয়ে দেয় ভাত। ডায়েটে যদি ভাত রাখতেই হয়, সাদা ভাতের বদলে ব্রাউন রাইস খান।

সাদা পাউরুটি

সকালের জলখাবারে অনেকের বাড়িতেই পাউরুটি খাওয়ার চল। কিন্তু রোগা হতে চাইলে প্রথমেই সাদা পাউরুটি খাওয়া বন্ধ করতে হবে। ময়দায় ফাইবার, ভিটামিন, খনিজ পদার্থের পরিমাণ বেশি। কিন্তু যখনই বিভিন্ন প্রক্রিয়ার মাধ্যমে তা পাউরুটিতে পরিণত হয়, এর সব স্বাস্থ্যগুণ নষ্ট হয়ে যায়। তাই ওজন কমাতে চাইলে সাদা পাউরুটি এড়িয়ে চলুন।

চিজ়

ফুল ফ্যাট ডেয়ারির চিজ় কিন্তু ওজন ঝরানোর ডায়েটে একেবারেই রাখা যাবে না। অনেকেরই ধারণা, অল্প মাত্রায় খেলে বুঝি কিছু হয় না। এমন ধারণা কিন্তু ভুল। চিজ়ে ক্যালরির মাত্রা অনেক বেশি থাকে, তাই ওজন ঝরাতে হলে চিজ়কে ডায়েট থেকে বাদ দিতে হবে।

ময়দা

ওজন ঝরাতে হলে ময়দা আছে, এমন কোনও খাবারই খাওয়া উচিত নয়। বাঙালি হেঁশেলে রুটি, পরোটা, লুচি তৈরির সময় ময়দা ব্যবহার করার চল। রোগা হলে চাইলে ময়দার বদলে রাগি, জোয়ার, বাজরার কিংবা গমের আটা ব্যবহার করতে পারেন। ওজন ঝরানোর ডায়েটে কিন্তু ময়দার তৈরি কোনও খাবারই রাখা যাবে না। পাস্তা, বার্গার, স্যান্ডউইচ, চাউমিনের সঙ্গে আড়ি করে দেওয়াই ভাল।

You might also like!