দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজোর মরসুম মানেই নিজেকে সাজানোর পাশাপাশি ঘরের অন্দরসজ্জাতেও নতুন ছোঁয়া আনার সময়। তবে শুধু ড্রয়িংরুম বা বারান্দা নয়, নজর দিতে হবে আপনার ঠাকুরঘরেও। পুজোর আগেই কীভাবে ঠাকুরঘরকে সাজিয়ে তুলবেন আরও মনকাড়া করে—জেনে নিন কিছু সহজ ও কার্যকর টিপস।
* ঠাকুরঘর রঙ করানো একটু ঝক্কির কাজ হলেও পুজোর আগে যদি সময় ও সুযোগ থাকে, তাহলে এটি করে নেওয়াই ভালো। ছোট জায়গা হওয়ায় খুব একটা অসুবিধা হওয়ার কথা নয়। উজ্জ্বল ও হালকা শেডের রঙ বেছে নিন, যাতে ঘরটি আরও প্রশান্তিময় ও আলোকোজ্জ্বল দেখায়।
* ঠাকুরঘরের সিংহাসনটির ভোল বদলেও পুজোয় আপনার ঠাকুরঘরকে অন্য রূপ দিতে পারেন। যদি আপনার ঠাকুরঘরের সিংহাসনটি পুরনো হয় তাহলে চেষ্টা করুন তা পালিশ করে নেওয়ার জন্য। অথবা ওয়ালপেপার দিয়ে সাজিয়েও সিংহাসনের চেহারা পালটেও ঠাকুরঘরের ভোল বদলে ফেলতে পারেন।
* পুজোর ওই চারদিন ঠাকুরঘরে আলপনা দিলে তা এক্কেবারে অন্যরকম লাগবে দেখতে। বাড়ির অন্দরেও সেক্ষেত্রে পুজো পুজো ভাবে থাকবে। ঠাকুরঘরের প্রবেশের মুখে সুন্দর আলপনা দিয়ে সাজিয়ে তুলতে পারেন আপনার ঠাকুরঘর এই পুজোতে। চাইলে বিভিন্ন রঙ দিয়ে বানিয়ে ফেলতে পারেন রঙ্গোলিও।
* পুজোর সময় আপনি নিজে সেজে ওঠার সঙ্গে সঙ্গে আপনার ঠাকুরঘর সাজিয়ে তোলার ক্ষেত্রে দেবদেবীর নতুন জামা, বিছানা, সাজ-সরঞ্জাম সবকিছুই নতুন কিনতে পারেন। এতে সবকিছুর সঙ্গে সামঞ্জস্য রেখে পালটে যাবে ঠাকুর ঘরের ভোল। সঙ্গে পুজোর ওই চারদিন ঠাকুরঘরে সুগন্ধি ধূপ-ধুনো জ্বালাতে পারেন। এতে আপনার ঘরে পজিটিভিটিও বজায় থাকবে।