Life Style News

1 week ago

Health Tips:কাঁঠাল খেয়ে অনেকেই খান,কিন্তু ভুলেও এই ৪ খাবার কখনওই নয়!, কিন্তু কেন, জানেন

jackfruit
jackfruit

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এ সময় আম, কাঁঠাল-সহ নানা পদের ব্যবস্থা থাকে। তবে কাঁঠাল খাওয়ার পর এই খাবারগুলি খেলে হতে পারে মারাত্মক ক্ষতি।এতে প্রচুর পরিমাণে ভিটামিন সি, আয়রন, পটাশিয়াম থাকে। তাই কাঁঠাল খাওয়ার স্বাস্থ্যের জন্য খুব ভালো। তবে কাঁঠাল খেয়ে ভুলেও এই খাবারগুলি খাবেন না। এতে আপনার পেটের নানান সমস্যা হতে পারে। শুধু তাই নয়, হজমেরও সমস্যা হবে। দেখুন কাঁঠাল খেয়ে কোন কোন খাবার খাবেন না।

ঢেঁড়স 

কাঁঠাল খেয়ে কখনোই ঢেঁড়স খাবেন না। এতে কিন্তু আপনার স্বাস্থ্যের যথেষ্ট ক্ষতি হবে। কাঁঠালের মধ্যে অক্সালেট থাকে। যা ঢেঁড়সের সঙ্গে পেটে মিশে আপনার ফুসকুড়ি, ত্বক জ্বালাপোড়া হতে পারে। এমনকি বমি হবার সম্ভাবনা থাকবে। 

পান

 কাঁঠাল খাওয়ার পর ভুলেও পান খাবেন না। এতে আপনার হজমের সমস্যা হবেই। অক্সালেট আপনার পনির সঙ্গে মিশে পেটে নানান সমস্যা করতে পারে। তাই কাঁঠাল খাওয়ার দু থেকে তিন ঘন্টা পর আপনি পান খেতে পারেন।

 পেঁপে 

অনেকেই অনেক ফল একসঙ্গে খান। তবে কাঁঠালের সঙ্গে কখনোই পেঁপে খাবেন না। আবার কাঁঠাল খাওয়ার পরেও পেঁপে এড়িয়ে চলুন। প্রায় তিন ঘন্টা পর পেঁপে খাবেন। কারণ পেঁপেতে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকে। আর কাঁঠালে থাকে অক্সালেট। যা কিন্তু পেটে গিয়ে বিষক্রিয়ার সৃষ্টি করতে পারে। হতে পারে নানান সমস্যা। কাঁঠাল খাওয়ার পর পেঁপে খাওয়া এড়িয়ে চলুন।

You might also like!