International

5 hours ago

SCO meet: বেজিংয়ে চিনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে সাক্ষাৎ এস জয়শঙ্করের

External Affairs Minister S Jaishankar met Chinese president Xi Jinping
External Affairs Minister S Jaishankar met Chinese president Xi Jinping

 

বেজিং ও নয়াদিল্লি, ১৫ জুলাই : চিনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে মঙ্গলবার দেখা করলেন ভারতের বিদেশমন্ত্রী ডঃ এস জয়শঙ্কর। সোমবার তিনি চিনের ভাইস প্রেসিডেন্ট হান ঝেং-এর সঙ্গে দেখা করেন। তিয়ানজিনে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের বৈঠকে যোগ দেওয়ার জন্য চিনে গিয়েছেন এস জয়শঙ্কর। জয়শঙ্কর এদিন এক্স মাধ্যমে জানিয়েছেন, মঙ্গলবার সকালে বেজিংয়ে আমার সহকর্মী এসসিও বিদেশমন্ত্রীদের সঙ্গে রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গে দেখা করেছি। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা পৌঁছে দিয়েছি। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের সাম্প্রতিক উন্নয়ন সম্পর্কে রাষ্ট্রপতি শিকে অবহিত করেছি।"

You might also like!