Life Style News

1 week ago

Banana Face Mask: শুধু খেলেই হবে?উজ্জ্বল ত্বকের ইচ্ছেপূরণ হতে পারে, ব্যবহার করুন কলার তৈরি ফেসপ্যাক

Banana Face Mask
Banana Face Mask

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ বেশিরভাগ মানুষই কলা খেতে পছন্দ করেন। আর এই কলা খাওয়া স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। তবে জানেন কি, শুধু স্বাস্থ্যের জন্যই নয়, ত্বকের জন্য়ও সমান উপকারী কলা। ত্বকের যত্নে কলা ব্যবহার করলে মিলবে অনেক ফল। ত্বকের হাজার সমস্যা মেটাতে একাই একশো কলা। কিন্তু জানতে হবে সঠিক ব্যবহার। 

তবুও কলার কিছু উপকারিতা রয়েছে। চুল থেকে শুরু করে ত্বকের যত্ন, ত্বকের বিভিন্ন সমস্যা কমাতে কলার মাস্ক অত্যন্ত কার্যকর। কলার ফেস মাস্ক ব্যবহারের কারণে ত্বকের স্বাস্থ্য অত্যন্ত ভাল হয়। তাহলে চলুন জেনে নেওয়া যাক কীভাবে তৈরি করবেন এই ফেস প্যাকটি।

শুষ্ক ত্বক, তৈলাক্ত ত্বক ও ব্রণ কমানোর জন্য মধু, অতিরিক্ত তেল শোষণ এবং লোমকূপের ছিদ্র পরিষ্কার করতে মুলতানি মাটি, দাগ হালকা করার জন্য সামান্য লেবু বা কমলার রস ও ত্বকে আর্দ্রতা ধরে রাখতে ম্যাশড অ্যাভোকাডো,দই, হলুদের গুঁড়া নিতে পারেন।

এবার একটি বাটিতে সব ক'টি উপাদান একত্রিত করে, একটি ঘন মিশ্রণ তৈরি করতে পারেন। প্রয়োজনে এতে সামান্য জল মেশান। এবার ত্বকে এই প্যাক ১৫ থেকে ২০ মিনিট মেখে রাখার পরে সামান্য গরম জলে ধুয়ে ফেলুন। এবার সপ্তাহে দুই থেকে তিনবার এই প্যাকটি ব্যবহার করতে পারেন।


You might also like!