নয়াদিল্লি, ১৯ জুলাই : দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জন্মদিনে রেখা গুপ্তার দীর্ঘায়ু ও সুস্থতা কামনা করেছেন প্রধানমন্ত্রী মোদী। শনিবার সকালে এক্স মাধ্যমে শুভেচ্ছা বার্তায় প্রধানমন্ত্রী মোদী জানান, "দিল্লির মুখ্যমন্ত্রী রেখা গুপ্তাজিকে তাঁর জন্মদিনে শুভেচ্ছা। পদমর্যাদার উন্নতি করে তিনি সর্বদা দিল্লির সেবায় সক্রিয় থেকেছেন। মুখ্যমন্ত্রী হিসেবে তিনি শহরের কল্যাণের জন্য অসংখ্য উদ্যোগ গ্রহণ করেছেন। তাঁর দীর্ঘ ও সুস্থ জীবন কামনা করি।"
Best wishes to Delhi Chief Minister, Smt. Rekha Gupta ji, on her birthday. Rising through the ranks, she has always remained active in serving Delhi. As Chief Minister, she has undertaken numerous initiatives for the city’s welfare. May she be blessed with a long and healthy…
— Narendra Modi (@narendramodi) July 19, 2025