Life Style News

1 week ago

Summer Fashion Tips:বাড়ছে গরম, নাজেহাল শহরবাসী, শান্তিতে অফিস যেতে মহিলাদের পরনে থাক এই ফ্যাশনেবল পোশাকগুলি

Summer Fashion  Tips
Summer Fashion Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃতীব্র গরমে নাজেহাল অবস্থা প্রায় সকলেরই। তবে এই অস্বস্তিকর গরমে তো আর ঘরে বসে থাকলে চলবে না। এই সময়ে মহিলারাও কিন্তু অফিস থেকে বাড়ির কাজ সামলে হাঁপিয়ে উঠছেন। তাই গরমে মহিলারা জন্য রইল কিছু পোশাকের টিপস।

অফিস যাওয়ার সময় একটু হালকা পোশাক ক্যারি করলে বেশ সুবিধা হয়। তাতে গরমও খুব কম লাগে। তাছাড়াও এগুলি কিন্তু অত্যন্ত ফ্যাশনেবল পোশাক। দেখুন গরমে কেমন ধরনের পোশাক পড়বেন মহিলারা।

সুতির কাপড় 

যদি আপনি কাপড় পড়তে পছন্দ করেন, তাহলে কিন্তু আপনি সুতির কাপড় পড়তে পারেন। তাছাড়া সুতির কুর্তিও পরতে পারেন। এগুলো কিন্তু ঘামকে খুব তাড়াতাড়ি টেনে নেয়। আর এই পোশাকগুলো নোংরা হলেও কিন্তু আপনি তাড়াতাড়ি কাঁচলেও শুকিয়ে যাবে। তাই গরমে অফিসে যেতে পারেন সুতির পোশাক পরে।

সিল্কের পোশাক

 গরমে সুতির কাপড়ের মত নিয়ে আপনি সিল্কের পোশাক পরতে পারেন। অনেকেই ভাবেন সিল্কের কাপড় পরলে হয়তো খুব গরম হবে। এই ধারণা কিন্তু একদমই ভুল। কারণ এগুলো খুব হালকা ওজনের হয়। এই পোশাকগুলি কিন্তু খুব আরামদায়ক। চোখ বন্ধ করে আপনিও সিল্কের কুর্তি থেকে শাড়ি পড়তেই পারেন।

খাদি 

বর্তমান সময় খাদির কিন্তু জনপ্রিয়তা বেশ বেড়েছে। তাই খাদি কাপড় দেখতে কিন্তু অসাধারণ লাগে। তাছাড়া এটি খুব আরামদায়কও বটে। তাই আপনি বিভিন্ন ডিজাইনের কুর্তি, চুড়িদার পরতেই পারেন। এতে খুব আরাম পাবেন আপনি।

নরম জামদানি

 গরমে আপনি সুতি, ছাপার শাড়ি বা নরম শাড়ি বা নরম জামদানিও পরতে পারেন। তবে অবশ্যই হালকা রঙের শাড়ি পরবেন। এই শাড়িগুলি ক্যারি করা খুব সোজা। এতে তেমন গরমও কিন্তু আপনার লাগবে না।


You might also like!