
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মহিলাদের কাছে অলঙ্কারের আকর্ষণ অন্য অনেক কিছুর তুলনায় অধিক। কিন্তু শুধু গয়না সংগ্রহ করলেই হয় না, সেগুলির সঠিক পরিচর্যাও করতে হয়। প্রত্যেক প্রকার গয়নার যত্ন ভিন্ন হয়। যদি যথাযথ উপায়ে গয়নার যত্ন নেওয়া হয়, তবে আপনার মূল্যবান অলঙ্কার চিরকাল নতুনের মতো দীপ্তিমান থাকবে। কীভাবে এর যত্ন করা যায়? সেই নির্দেশিকা এখানে রইল।
১) পোশাকের সঙ্গে মানানসই গয়না না পরলে সাজটা ঠিক সম্পূর্ণ হয় না। কোনও শাড়ির সঙ্গে রুপোর গয়না ভাল যায়, কিছু শাড়ির ক্ষেত্রে আবার সোনাই মানানসই। অনেকেই সোনা ও রুপোর গয়না খুলে একই সঙ্গে রেখে দেন। এই ভুল কখনই করবেন না। বিভিন্ন ধাতু একে অপরের সঙ্গে বিক্রিয়া করে আপনার সাধের অলঙ্কারের উজ্জ্বলতা নষ্ট করে দিতে পারে।
২) গয়না খোলার পর মসলিন কাপড়ে মুছে কিছুক্ষণ বাইরে রাখুন। তার পরেই বাক্সে তুলবেন। ঘাম সমেত গয়না বাক্সে তুলে রাখলে দাগ পড়তে পারে। গয়নার রং নষ্ট হয়ে যেতে পারে।
৩) গরম জায়গায় যে কোনও গয়না না রাখাই ভাল। অন্ধকার জায়গায় স্বাভাবিক তাপমাত্রায় গয়নাগুলি রাখুন। আলমারির ভিতর গয়না রাখতে পারলে খুব ভাল হয়। বাব্ল র্যাপে জড়িয়ে গয়না রাখুন। দাগ পড়বে না।
৪) খোলা জায়গায় রাখলে গয়না রাখলে খুব দ্রুত জেল্লা হারাতে থাকে। তাই বছরে অন্তত দু’বার সোনা, রুপো কিংবা অন্য ধাতুর গয়না পরিষ্কার করতেই হবে।
৫) হিরের গয়নাগুলি আলাদা আলাদা বাক্সে তুলে রাখাই ভাল। একসঙ্গে রাখলে হিরের ঔজ্জ্বল্য কমে যায়।
৬) মুক্তোর গয়না প্লাস্টিকের ব্যাগে ভুলেও রাখবেন না। কাঠের বাক্সে রাখুন।
