Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

kolkata

7 months ago

Assembly News: বিজেপির মুলতুবি প্রস্তাব খারিজ, বিধানসভা থেকে ওয়াকআউট

West Bengal Legislative Assembly
West Bengal Legislative Assembly

 

কলকাতা, ১৮ মার্চ  : রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশনের দ্বিতীয় পর্বে মঙ্গলবার ষষ্ঠ দিনের আলোচনায় প্রশ্নোত্তর পর্বের পর প্রথমার্ধের সভায় বিজেপির তরফে সাম্প্রতিক বিষয়ে আনা হয় এক মুলতুবি প্রস্তাব। দোল উদযাপন ও হোলি উৎসবে বিভিন্ন প্রান্তে অশান্তির প্রেক্ষিতে মুলতুবি প্রস্তাব আনা হয়। সাঁইথিয়াতে ইন্টারনেট পরিষেবা বন্ধ রাখা হয়েছে। তমলুকে আক্রমণের ঘটনা ঘটেছে। উভয় ক্ষেত্রেই সরকারি সহায়তা মেলেনি। এই বিষয়ে আলোচনার জন্য এক মুলতুবি প্রস্তাব উত্থাপন করে বিজেপি।

এই প্রস্তাবের সমর্থনে স্বাক্ষর করেন - ডঃ শঙ্কর ঘোষ, অম্বিকা রায়, বিমান ঘোষ, নদীয়ার চাঁদ বাউরি, লক্ষণ ঘোড়ই. শান্তনু প্রামাণিক, রবীন্দ্রনাথ মাইতি, অরূপ কুমার দাস, আশিস কুমার বিশ্বাস, অনুপ কুমার সাহা প্রমুখ। মূল বিষয় পাঠ করতে অনুমতি দেওয়া হয়। শঙ্কর ঘোষ তা পাঠ করেন। তবে তা আলোচনার প্রস্তাব খারিজ করে দিয়েছেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়। এর পরিপ্রেক্ষিতেই মঙ্গলবার সভা থেকে দুপুর বারোটা পাঁচ মিনিট নাগাদ ওয়াকআউট করেন বিজেপির সদস্যরা।

শঙ্কর ঘোষ এদিন সভায় বলেন, তাদের ওই দাবি আলোচনা করা না হলেও, এই নিয়ে সরকার পক্ষের এই মুহূর্তে বিবৃতি দরকার। এই দাবি মানতেই চাননি অধ্যক্ষ। তিনি বলেন, মুখ্যমন্ত্রী সভায় এ নিয়ে আগেই বক্তব্য রেখেছেন। কাজেই তাঁদের ওই দাবি সঠিক নয়। এরপর হিন্দু বিরোধী সরকার এই নিয়ে সভায় স্লোগান দিতে থাকেন বিরোধী সদস্যরা। এর পাল্টা দৃষ্টি আকর্ষণী প্রস্তাব পাঠ করেন অধ্যক্ষ বিমান বন্দোপাধ্যায়। বিরোধীদের গোলমালের জেরে যদিও তা শোনা যায় নি। কয়েক মিনিট ধরে এই নিয়ে প্রতিবাদ জানিয়ে অব্যবহিত পরেই সভা কক্ষত্যাগ করেন তারা।


You might also like!