ক্যালিফোর্নিয়া, ৩১ জুলাই : আমেরিকার ক্যালিফোর্নিয়ায় ভেঙে পড়ল মার্কিন নৌসেনার এফ-৩৫ যুদ্ধবিমান। মাটিতে আছড়ে পড়ার আগেই পাইলট নিরাপদে বেরিয়ে আসেন। তিনি সুরক্ষিত রয়েছেন। নেভাল এয়ার স্টেশন লেমুর থেকে একটি বিবৃতি জানানো হয়েছে, "মধ্য ক্যালিফোর্নিয়ার লেমুরে নেভাল এয়ার স্টেশনের কাছে একটি এফ-৩৫ যুদ্ধবিমান ভেঙে পড়েছে। পাইলট সফলভাবে বেরিয়ে এসেছেন এবং নিরাপদে আছেন। অতিরিক্ত কোনও কর্মী আক্রান্ত হননি।" স্থানীয় সময় অনুযায়ী বুধবার বিকেল সাড়ে ৪টে নাগাদ ক্যালিফোর্নিয়ার লেমুরে নৌসেনার বিমানঘাঁটির কাছে যুদ্ধবিমানটি ভেঙে পড়ে। মাটিতে আছড়ে পড়ার পরই আগুন ধরে যায়। একটি মাঠের মধ্যে পড়ে থাকে ভাঙা বিমানের ধ্বংসাবশেষ। কালো ধোঁয়ায় ঢেকে যায় চারদিক।