International

3 months ago

Bangladesh Mp Case:ভিসা জটিলতা কাটলেই মুমতারিন আসবেন কলকাতায়

Bangladesh Mp Case
Bangladesh Mp Case

 

ঢাকা  : ভিসা জটিলতায় দেরি হচ্ছে বাংলাদেশের সংসদ সদস্য আনোয়ারুল আজিম আনারের মেয়ে মুমতারিন ফেরদৌস ডরিনের কলকাতায় আসা। এই ব্যাপারে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করতে পারেন বলে জানিয়েছেন।

ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিতে কলকাতায় ডরিনকে ডাকা হয়েছে। কিন্তু ভিসা জটিলতার জন্য কলকাতায় আসতে পারছেন না তিনি। শুক্রবার তিনি সাংবাদিকদের জানিয়ে বলেন, নিউ টাউনের ফ্ল্যাটের সেপটিক ট্যাঙ্কে উদ্ধার হওয়া দেহাংশ তাঁর বাবার কিনা তা নিশ্চিত করতে তাঁকে এবং তাঁর কাকা আবেদ আলীকে কলকাতায় ডেকেছিলেন পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) প্রধান। ডরিন জানান, আবেদ আলীর ভিসা প্রস্তুত থাকলেও তিনি ভিসা হাতে পাননি।

তিনি বলেন, 'এই কারণে আমরা কলকাতায় যেতে পারছি না। রবিবার ভিসার জন্য আমি ভারতীয় হাইকমিশনে যাব। সেখানেও যদি ভিসা না পাওয়া যায় তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করব।' যদিও বাংলাদেশের পুলিশের আশা এই জটিলতা কেটে যাবে। দু-একদিনের মধ্যে কলকাতা আসতে পারবেন ডরিন এবং আনারের ভাই।

নারকীয় এই হত্যাকাণ্ডে এখনও পর্যন্ত ঢাকা থেকে ৩ জন, কলকাতা থেকে ১ জন এবংনেপালে ১ জন গ্রেফতার হয়েছে। তবে এখনও অধরা আখতারুজ্জামান। এই মামলার দুই অভিযুক্ত শিমুল ভূঁইয়া ও তরুণী শিলাস্তা রহমান-সহ তিনজন ঢাকায় গ্রেফতার হয়ে হেফাজতে আছেন। পারস্পরিক তথ্য বিনিময়ের মধ্য দিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) ও কলকাতা পুলিশ মামলার তদন্ত করছে।


You might also like!