International

2 months ago

Bangladesh:হিন্দুরা নিশ্চিন্তে দুর্গাপূজা করুন, কোনও ঝুঁকি নেই, অভয়বাণী আইজিপি ময়নুল ইসলামের

IGP Moinul Islam
IGP Moinul Islam

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ-  হিন্দু ধর্মাবলম্বীদের নিশ্চিন্তে দুর্গাপূজা করতে বলেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মহম্মদ ময়নুল ইসলাম। অভয় দিয়ে বলেছেন, কোনও ঝুঁকি নেই।

আজ  রাজধানীর তোপখানা রোডে ফারইস্ট টাওয়ারের ট্যুরিস্ট পুলিশ সদর দফতরে আয়োজিত এক সেমিনার শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আইজিপি মহম্মদ ময়নুল ইসলাম এই অভয়বাণী শুনিয়েছেন। তিনি বলেন, সনাতনী সম্প্রদায় বাংলাদেশে দীর্ঘদিন ধরে দুর্গাপূজা উদযাপন করছেন। এবারের দুর্গাপূজায়ও কোনও ঝুঁকি নেই, তাঁরা নিশ্চিন্তে পূজা করতে পারবেন, বলেছেন আইজিপি।

অন্য এক প্রশ্নের জবাবে আইজিপি ময়নুল ইসলাম বলেন, জঙ্গি হামলারও কোনও আশঙ্কা নেই। তার পরও পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। নিরাপত্তায় কোনও ছাড় দেওয়া হবে না। পূজার সময় কোথাও কোনও ধরনের অনভিপ্রেত ঘটনা ঘটলে তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানায় অভিযোগ করার জন্য সবার প্রতি অনুরোধ জানিয়েছেন আইজিপি ময়নুল ইসলাম।

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, দেশের প্রায় ৫০০টি থানার গাড়ি পোড়ানো হয়েছে। সেখানে গাড়ি রিপ্লেস করা হয়েছে। শুরুতে কিছুটা সমস্যা হলেও এখন সব থানার কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে। স্টেকহোল্ডারদের নিয়ে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, গতকাল বুধবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) হেডকোয়ার্টার্সের সম্মেলন কক্ষে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে এক সভায় ডিএমপি কমিশনার মহম্মদ মাইনুল হাসান পিপিএমও বলেছিলেন, প্রাক-দুর্গাপূজা, দুর্গাপূজা চলাকালীন এবং প্রতিমা নিরঞ্জন উপলক্ষ্যে সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। জরুরি প্রয়োজনে জাতীয় জরুরি সেবা ৯৯৯ অথবা নিকটস্থ থানায় যোগাযোগ করার অনুরোধ জানিয়েছিলেন তিনি। সবার সম্মিলিত প্রচেষ্টায় আসন্ন দুর্গাপূজা উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে নিরাপদে নির্বিঘ্নে উদযাপিত হবে বলে আশ্বাস দিয়েছিলেন ডিএমপি কমিশনার মহম্মদ মাইনুল হাসান।

You might also like!