International

11 months ago

Earthquake in Afghanistan : তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান

Earthquake  in Afghanistan (Symbolic Picture)
Earthquake in Afghanistan (Symbolic Picture)

 

কাবুল, ১৫ অক্টোবর : ফের তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল আফগানিস্তান। রবিবার সকাল সকাল ৯টা ৬ মিনিট নাগাদ পশ্চিম আফগানিস্তানে আবার ভূকম্পন অনুভূত হয়েছে। হেরাত শহরে কম্পন অনুভূত হয়েছে। ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির তথ্য অনুযায়ী, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩।

এখনও পর্যন্ত সরকারিভাবে এদিনের ভূমিকম্পে হতাহতের বা ক্ষয়ক্ষতির খবর দেওয়া হয়নি। তবে, স্থানীয় সূত্রে জান গিয়েছে, হেরাতে দেওয়াল চাপা পরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে এক ব্যক্তির। আরও বহু মানুষ গুরুতর আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে। কাজেই মৃতের সংখ্যা অনেক বড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

হেরাতেই গত শনিবার তীব্র ভূমিকম্পে বহু মানুষের মৃত্যু হয়েছে। জখম হয়েছেন আরও দু’হাজার জন। ভেঙে পড়েছে বহু ঘরবাড়ি। রিখটার স্কেলে মোট আটটি ‘আফটার শক’ বা ভূমিকম্প পরবর্তী কম্পন ধরা পড়েছে ওই এলাকায়। রিখটার স্কেলে ‘আফটার শক’গুলির কম্পন-মাত্রা ছিল ৪.৬ থেকে ৫.৫। সেই ভূমিকম্পের ভয়াবহতা কাটিয়ে ওঠার আগেই গত বুধবার আবার কেঁপে ওঠে আফগানিস্তান। ওই দিন সকাল ৫টা ১১ মিনিটে আবার পশ্চিম আফগানিস্তানের হেরাট প্রদেশের সংলগ্ন এলাকায় কম্পন অনুভূত হয়। রিখটার স্কেলে এই কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পে স্কুল, হেল্থ ক্লিনিক এবং গ্রামীণ এলাকার অন্যান্য পাকা বাড়িগুলিও ভেঙে পড়ে। মৃতদের অন্ত্যেষ্টিক্রিয়ার জন্য গণকবর খনন করতে হচ্ছে। ধ্বংসস্তূপ সরিয়ে সরিয়ে এখনও পরিবার পরিজনের খোঁজ করছেন এলাকার মানুষ। অনেক জায়গায় এমন অবস্থা, এলাকার যত মানুষ বেঁচে আছেন, তার থেকে উদ্ধারকারী হিসেবে বাইরে থেকে আসা লোকের সংখ্যা বেশি। এই ভয়ঙ্কর ক্ষতির সঙ্গে এলাকার মানুষ যখন মানিয়ে নেওয়ার লড়াই শুরু করছেন, সেই সময়ই ফের ভূমিকম্পের কবলে পড়ল এই এলাকা।


You might also like!