Health

1 year ago

RT-PCR Test : আজ থেকে ভারতে আসা কিছু দেশের বিমান যাত্রীদের জন্য আরটি-পিসিআর-র 'নেতিবাচক' রিপোর্ট বাধ্যতামূলক

RT-PCR is mandatory for air passengers
RT-PCR is mandatory for air passengers

 

নয়াদিল্লি, ১ জানুয়ারি : করোনা সংক্রমণ রোধে চিন, সিঙ্গাপুর, হংকং, দক্ষিণ কোরিয়া, থাইল্যান্ড এবং জাপান থেকে আসা বিমান যাত্রীদের জন্য আজ থেকে আরটি-পিসিআর-এর 'নেতিবাচক' রিপোর্ট বাধ্যতামূলক করেছে কেন্দ্র। এয়ারলাইন্সগুলিতে সরকারের জারি করা নির্দেশাবলী অনুসারে, ১ জানুয়ারি থেকে এই দেশগুলি থেকে ভ্রমণকারী বিমান যাত্রীদের জন্য তাদের চেক-ইন নিয়মগুলি সংশোধন করা উচিত। শুধুমাত্র সেই আন্তর্জাতিক যাত্রীরা যারা বিমান সুবিধা পোর্টালে স্ব-ঘোষণা ফর্ম জমা দিয়েছেন তাদের ফ্লাইটে উঠতে দেওয়া উচিত।

অসামরিক বিমান চলাচল মন্ত্রক গত ৩০ ডিসেম্বর আন্তর্জাতিক ফ্লাইটে ভারতে আগত যাত্রীদের জন্য সংশোধিত করোনা নির্দেশিকা জারি করেছে। নির্দেশিকাতে বলা হয়েছে যে আরটি-পিসিআর রিপোর্ট যাত্রা শুরুর ৭২ ঘন্টার মধ্যে হওয়া উচিত। প্রতিটি আন্তর্জাতিক ফ্লাইটে আগত দুই শতাংশ যাত্রীর র্যান্ডম চেকিংও অব্যাহত থাকবে। বিশ্বের বিভিন্ন প্রান্তে করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ার পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like!