Health

1 year ago

Fever: বর্ষায় জ্বর মানেই ডেঙ্গি, ম্যালেরিয়া নয়, কীভাবে শনাক্ত করবেন?

Fever
Fever

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রাজ্য জুড়ে বর্ষার প্রকোপ। ঘরে ঘরে জ্বর, সর্দি, কাশি লেগেই রয়েছে। কিন্তু এর মধ্যে সাধারণ জ্বর, ম্যালেরিয়া (Malaria), ডেঙ্গু আর টাইফয়েডের (Typhoid) রকমফের করা মুশকিল হয়ে পড়ে। যার জেরে সঠিক সময় চিকিৎসা হয় না। আজ জেনে নিন কীভাবে সাধারণ জ্বর এবং ম্যালেরিয়া, ডেঙ্গু এবং টাইফয়েডের পার্থক্য বুঝবেন।

ডেঙ্গি

রাজ্য জুড়ে ডেঙ্গির প্রকোপ। এর মধ্যে যদি ২ থেকে ৭ দিন টানা জ্বর গা, হাত, পা এবং মাথা ব্যথা হয় সেক্ষেত্রে বুঝতে হবে ডেঙ্গুর উপসর্গ রয়েছে। এমনকি ডেঙ্গুতে ত্বকে ফুসকুড়িও দেখা যায়।

ম্যালেরিয়া

ম্যালেরিয়ার জ্বরে তাপমাত্রা খুব বেড়ে যায়।সঙ্গে ঠাণ্ডা লাগা। ঘাম হওয়া এমনকি খুব কাঁপুনিও হয়। যে কাঁপুনি ১৫ মিনিট থেকে ১ ঘণ্টা স্থায়ী হয়। সঙ্গে দোসর মাথাব্যথা, ক্লান্তি, পেশীতে ব্যথা এবং বমি বমি ভাব। এক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

টাইফয়েড

টাইফয়েডে জ্বরের সঙ্গে দুর্বলতা এবং ক্লান্তি অনুভব করা যায়। এর পাশাপাশি কম খিদে ও ওজন কমে যায়। এছাড়াও পেটে ব্যথা, কোষ্ঠকাঠিন্য বা ডায়রিয়ার মতো পেটের সমস্যা দেখা দেয়।

You might also like!