Health

1 year ago

Nasal Vaccine : কোভিডের ন্যাজাল ভ্যাকসিনকে ছাড়পত্র কেন্দ্রের

Govt of India approves Nasal vaccine
Govt of India approves Nasal vaccine

 

নয়াদিল্লি, ২৩ ডিসেম্বর : কোভিড ১৯-এর টিকাকরণে যুগান্তকারী পরিবর্তন৷ এ বার আর ত্বক বিঁধিয়ে ইঞ্জেকশন নয়৷ নাক দিয়েই নেওয়া যাবে ভ্যাকসিন৷ নেজাল ভ্যাকসিনকে বা নাক দিয়ে নেওয়ার কোভিড প্রতিষেধককে অনুমোদন দিয়েছে ভারত সরকার। সরকারি সূত্রের খবর, শুক্রবার থেকে কোভিড ১৯ টিকাদান কর্মসূচিতে অন্তর্ভুক্ত করা হবে এই নেজাল ভ্যাকসিনকে। এটি হেটেরোলগাস বুস্টার হিসেবে ব্যবহার করা হবে এবং প্রথমে বেসরকারি হাসপাতালে পাওয়া যাবে।

এদিকে, আসন্ন উৎসবের মরশুমের কথা মাথায় রেখে কোভিড-১৯ সংক্রান্ত বেশ কিছু নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সরকারি সূত্রের খবর, নতুন বছর এবং আসন্ন উৎসবের কথা মাথায় রেখে নতুন পরামর্শ ও নির্দেশিকা জারি করতে চলেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক।


You might also like!