kolkata

6 hours ago

World Tribal Day: বিশ্ব আদিবাসী দিবসে মুখ্যমন্ত্রীর অভিনন্দন বার্তা

World Tribal Day 2025
World Tribal Day 2025

 

কলকাতা, ৯ আগস্ট : রাজ্য জুড়ে যথাযোগ্য মর্যাদার সঙ্গে শনিবার বিশ্ব আদিবাসী দিবস পালন করা হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় এদিন এক্স হ্যান্ডেলে এক বার্তায় লেখেন, "জয় জোহার ! বিশ্ব আদিবাসী দিবস উদযাপনে সারা বাংলা তথা ভারতবর্ষের তথা সারা বিশ্বের সমস্ত আদিবাসী মানুষকে আমার আন্তরিক অভিনন্দন জানাই। আমরা এ বছর আমাদের রাজ্যে ৭ থেকে ১০ই আগস্ট - এই ৪ দিন ধরে বিশ্ব আদিবাসী দিবস উদযাপন করছি। আমাদের সরকার গত ১৪ বছরে আদিবাসীদের উন্নয়নে অনেক কাজ করেছে। পৃথক আদিবাসী উন্নয়ন দফতর গঠন করা হয়েছে। ২০১১ সালের তুলনায় বাজেট বরাদ্দ ৭ গুণের বেশি বৃদ্ধি করা হয়েছে। আমরা সব ভাষাকেই সম্মান করি।

রাজ্যে আদিবাসী মানুষের জমি হস্তান্তর করা যাবে না, তার জন্য বিশেষ আইন করা হয়েছে। ৩ লাখের বেশি আদিবাসী মানুষকে 'জয় জোহার' প্রকল্পে মাস এক হাজার টাকা পেনসন দেওয়া হচ্ছে। প্রায় ৩৬ হাজার দরিদ্র আদিবাসী কেন্দু পাতা সংগ্রহকারী মানুষের জন্য বিশেষ সামাজিক সাহায্য প্রকল্প চালু করা হয়েছে। কেন্দুপাতার জন্য ন্যুনতম সহায়ক মূল্যও অনেক বাড়ানো হয়েছে। এছাড়াও আদিবাসীদের জন্য ৮টি ডেভেলপমেন্ট বোর্ড গঠন করা হয়েছে। সাঁওতালী একাডেমী গঠন করা হয়েছে। আগামীদিনেও আমরা এইভাবেই আমাদের আদিবাসী ভাই - বোনেদের উন্নয়নে কাজ করে যাবো।

You might also like!