Country

6 hours ago

Indian Air Defence: অপারেশন সিঁদুরে S-400 ‘সুদর্শন চক্র’-এর দাপট, পাঁচ পাক যুদ্ধবিমান গুঁড়িয়ে দিল ভারতীয় বায়ুসেনা!

Air Chief Marshal Amar Preet Singh
Air Chief Marshal Amar Preet Singh

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পাকিস্তানের বিনা প্ররোচনায় চালানো হামলার জবাবে ভারতের বায়ুসেনা চালিয়েছে সফল ‘অপারেশন সিঁদুরে’। এই প্রতিরক্ষা অভিযানে মূল ভরসা ছিল রাশিয়া-নির্মিত এস-৪০০ এয়ার ডিফেন্স সিস্টেম, যা ভারতে পরিচিত ‘সুদর্শন চক্র’ নামে। শনিবার বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল এপি সিং দাবি করেন, এই  অত্যাধুনিক প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্যেই পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয়েছে। 

এদিন তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমাদের এয়ার ডিফেন্স দুরন্ত কাজ করেছে। এস-৪০০ সিস্টেম, যেটা আমরা সম্প্রতি মোতায়েন করেছিলাম সেটা খেলা ঘুরিয়ে দিয়েছিল। ওই সিস্টেমের শক্তি ওদের বিমানগুলিকে সত্যিই দূরে রেখেছিল। যেমন ওদের কাছে থাকা দূরপাল্লার গ্লাইড বোমাগুলির মতো অস্ত্রকে ওরা ব্যবহারই  করতে পারেনি। কারণ এই সিস্টেমটাকে ওরা ভেদই করতে সক্ষম হয়নি।” তাঁর দাবি, পাঁচটি পাকিস্তানি যুদ্ধবিমানের পাশাপাশি একটি বড় পাক বিমানও ক্ষতিগ্রস্ত হয়েছে। ভারতের তরফে এই হামলাকে ‘যুদ্ধাপরাধ’ হিসেবেই চিহ্নিত করা হয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে এর পাল্টা উপযুক্ত ও পরিমিত প্রত্যাঘাতও করা হয়, বলে জানান বায়ুসেনা প্রধান। তিনি আরও বলেন, "S-400 সুদর্শন চক্র শুধু শত্রু ড্রোন নয়, পাক যুদ্ধবিমানকেও নির্ভুলভাবে নিশানা করেছে। এতে প্রমাণ হয়, আমাদের আকাশপথের সুরক্ষায় কোনওরকম ফাঁকফোকর নেই।" 

S-400 ‘সুদর্শন চক্র’ কী?

রাশিয়া-নির্মিত এই অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম বিশ্বের অন্যতম শক্তিশালী প্রতিরক্ষা ব্যবস্থার মধ্যে অন্যতম। অন্তত ৬০০ কিমি দূর থেকে আসা শত্রু মিসাইল ও যুদ্ধবিমান চিহ্নিত করতে সক্ষম এই সিস্টেম, এবং তা ৪০০ কিমি দূর থেকে ধ্বংসও করতে পারে। ভারতে বর্তমানে চারটি জায়গায় মোতায়েন রয়েছে এই  সিস্টেম— পাঠানকোট (পাঞ্জাব), জম্মু-কাশ্মীর, রাজস্থান ও গুজরাট। 

‘অপারেশন সিঁদুরে’-এ ভারতের সাফল্য শুধু প্রতিরক্ষার নয়, প্রযুক্তিগত দক্ষতারও প্রতিফলন। S-400 সুদর্শন চক্রের সাফল্য এই মুহূর্তে ভারতের এয়ার ডিফেন্সকে এক নতুন উচ্চতায় নিয়ে গেছে বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। 

You might also like!