kolkata

16 hours ago

Kolkata Metro: আদিগঙ্গার ওপরের মেট্রো লাইন নিয়ে উদ্বেগ, রাইটসের রিপোর্টে দ্রুত সংস্কারের নির্দেশনা!

Kolkata Metro
Kolkata Metro

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  কলকাতা মেট্রোর অন্যতম গুরুত্বপূর্ণ স্টেশন কবি সুভাষের পরিকাঠামো সংস্কারের কাজ শুরু হয়েছে। দুর্বল হয়ে পড়া প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে নির্মাণ করা হবে, যার কারণে এই স্টেশন আগামী নয় মাস বন্ধ থাকবে। তবে শুধু কবি সুভাষ স্টেশন নয়, রাইটস (Rail India Technical and Economic Service) কর্তৃক করা সমীক্ষা রিপোর্টের ভিত্তিতে শহরের একাধিক মেট্রো স্টেশনের পরিকাঠামো সংস্কারের সম্ভাবনা তৈরি হয়েছে।

কলকাতা মেট্রোর সুড়ঙ্গ নির্মাণের প্রায় চল্লিশ বছর পেরিয়ে গেছে। সেই দীর্ঘদিনের ব্যবহারের ফলে পরিকাঠামোগত কিছু সমস্যার সৃষ্টি হয়েছে। কোথাও ফাটল, কোথাও চিড় ধরা পড়ার খবর এসেছে। বিশেষ করে কবি সুভাষ থেকে টালিগঞ্জ পর্যন্ত মেট্রো লাইনটি আদিগঙ্গার উপর দিয়ে গিয়েছে, যেখানে অনেক পিলারে  স্থায়িত্বজনিত প্রশ্ন উঠেছে। কবি সুভাষ থেকে গীতাঞ্জলির মাঝে একাধিক পিলারে ‘চিড়’ ধরা পড়েছিল আগে, কিন্তু তা সময়মতো নজর দেওয়া হয়নি, যার ফলে বর্তমানে যাত্রীরা সমস্যায় পড়ছেন। মেট্রো কর্তৃপক্ষ শহরের লাইফলাইনের সুরক্ষার জন্য রাইটসকে দিয়ে সমীক্ষা করিয়েছে। একই সঙ্গে উত্তম কুমার থেকে কবি  সুভাষ পর্যন্ত মাটির উপরের স্টেশনগুলোর স্বাস্থ্য পরীক্ষাও করা হয়েছে। স্টেশনগুলোর বয়স মাত্র পনেরো বছর পার করলেও বিভিন্ন জায়গায় ত্রুটির খোঁজ মেলেছে। এই সমীক্ষার ফলাফল মেট্রোভবনে জমা পড়েছে এবং আগামীতে দিল্লির রেল বোর্ডে পাঠানো হবে। সবুজ সংকেত পেলে সংশ্লিষ্ট স্টেশন ও সুড়ঙ্গের ব্যাপক সংস্কারের কাজ শুরু হবে। 

মেট্রোর এক কর্তা জানান, গতবছরই অনুভব করা গিয়েছিল শহরের লাইফলাইনের পরিকাঠামোগত কিছু সমস্যা তৈরি হয়েছে। তার মেরামতের দরকার। তাই রাইটসকে দিয়ে সমীক্ষার সিদ্ধান্ত। কবি সুভাষ স্টেশনের আপ প্ল্যাটফর্ম ভেঙে নতুন করে নির্মাণের কাজ বৃহস্পতিবার থেকে শুরু হয়েছে। তাই দক্ষিণ কলকাতার বাসিন্দারা মেট্রোর অভাবে সমস্যায় পড়ছেন। নিকটবর্তী শহিদ ক্ষুদিরাম স্টেশনে যেতে হচ্ছে যাত্রীদের, ফলত তাদের ভ্রমণে অতিরিক্ত সময় ও খরচ বৃদ্ধি পেয়েছে। এছাড়াও, কবি সুভাষ সংলগ্ন টোটোস্ট্যান্ডও জনশূন্য হয়ে পড়েছে। মেট্রোর অবস্থা স্বাভাবিক না হওয়া পর্যন্ত এভাবে যাত্রীদের সমস্যা চলতেই থাকবে। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ বলছেন, দ্রুত কাজ শেষ করার চেষ্টা চলছে যাতে যাত্রীদের সুবিধা দ্রুত ফিরিয়ে দেওয়া যায়।

You might also like!