রায়পুর, ৯ আগস্ট : উজ্জ্বলা যোজনার আওতায় রান্নার গ্যাসের প্রতিটি সিলিন্ডারে ৩০০ টাকা ভর্তুকি দেওয়ার সিদ্ধান্ত আর এক বছর বাড়িয়েছে কেন্দ্র। কেন্দ্রীয় মন্ত্রিসভার ঘোষণায় জানানো হয়েছে, আগামী অর্থবর্ষ ২০২৫-২৬ পর্যন্ত এই ভর্তুকি চালু থাকবে।ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী বিষ্ণুদেও সাই এই সিদ্ধান্তকে ‘‘রাখি বন্ধনের পবিত্র দিনে কোটি কোটি বোনের জন্য প্রকৃত মঙ্গল উপহার’’ বলে বর্ণনা করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ধন্যবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রীর কথায়, “প্রধানমন্ত্রী মাতৃশক্তির স্বাস্থ্য ও সুবিধাকে অগ্রাধিকার দিয়ে তাঁদের রান্নাঘরের চিন্তা বুঝেছেন। এটি মাতৃত্বের প্রতি সম্মান জানানোর জীবন্ত উদাহরণ।”
প্রসঙ্গত, ১২ হাজার কোটি টাকার এই উদ্যোগে ১০ কোটি ৩৩ লক্ষ উজ্জ্বলা প্রকল্পের উপভোক্তা পরিবার সরাসরি উপকৃত হবেন। মুখ্যমন্ত্রী জানান, ছত্তিশগড়ের লক্ষ লক্ষ মহিলাও এর সুফল পাবেন। রান্নাঘরের খরচ কমবে, ধোঁয়ামুক্ত নিরাপদ পরিবেশ মিলবে, আর স্বাস্থ্যের মান উন্নত হবে। মুখ্যমন্ত্রী এই পদক্ষেপকে গরিব, মহিলা ও গ্রামীণ পরিবারের ক্ষমতায়নের পথে একটি বড় সামাজিক কল্যাণমূলক সিদ্ধান্ত হিসেবে আখ্যা দিয়েছেন।