Health

2 years ago

corbevax dose started to given in india : বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স দেওয়া শুরু, মজুত রয়েছে ১০ কোটি টিকা

corbevax dose started to given in india
corbevax dose started to given in india

 

নয়াদিল্লি, ১২ আগস্ট : দেশের টিকাকেন্দ্রগুলিতে শুক্রবার থেকে কোভিড বুস্টার ডোজ হিসেবে, কর্বেভ্যাক্স পাওয়া যাচ্ছে। এই টিকা প্রস্তুতকারী সংস্থা- বায়োলজিক্যাল ‘ই’ জানিয়েছে, এখনও পর্যন্ত ১০ কোটি টিকা সরকারকে সরবরাহ করা হয়েছে। কো-উইন অ্যাপের মাধ্যমে সরকারি ও বেসরকারি টিকাকেন্দ্রগুলিতে এই বুস্টার ডোজ পাওয়া যেতে পারে। পণ্য পরিষেবা কর এবং প্রশাসনিক খরচ নিয়ে, বেসরকারি টিকা কেন্দ্রে কর্বেভ্যাক্স বুস্টারের জন্য দিতে হবে ৪০০টাকা।

উল্লেখ্য, ১৮ বছরের বেশী বয়সের ব্যক্তিদের ক্ষেত্রে বুস্টার ডোজ হিসেবে কর্বেভ্যাক্স টিকা ব্যবহার করা যেতে পারে বলে কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক আগেই জানিয়েছিল। কোভ্যাক্সিন এবং কোভিশিল্ড নিয়েছেন, এমন ব্যক্তিরা, দ্বিতীয় ডোজের ৬ মাস পর, কর্বেভ্যাক্স বুস্টার ডোজ নিতে পারবেন।

You might also like!