Technology

5 hours ago

Motorola Edge 60 Pro:ব্যাক প্যানেলে প্রকৃত কাঠের ছোঁয়া, বাজারে এল Motorola Edge 60 Pro-এর নতুন Basswood Walnut সংস্করণ

Edge 60 Pro design
Edge 60 Pro design

 

দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক : Motorola Edge 60 Pro এর স্পেশাল ভ্যারিয়েন্ট বাজারে লঞ্চ হল। এই নতুন মডেলের নাম Basswood Walnut। এর ব্যাক প্যানেলে ব্যবহার হয়েছে একেবারে আসল কাঠ। আজ্ঞে হ্যাঁ, শুধু কাঠের মতো দেখতে নয়, সত্যিকারের কাঠ রয়েছে এই স্পেশাল স্মার্টফোনে। তবে Razr 60 Ultra এর কাঠের ফিনিশের থেকে নয়া মডেলের ফিনিশ আলাদা। আপাতত Motorola Edge 60 Pro Basswood Walnut ডিভাইসটি চীনে লঞ্চ হয়েছে। অন্যান্য দেশে এটি পাওয়া যাবে কি না তা এখনও স্পষ্ট নয়।চলুন জেনে নেওয়া যাক Motorola Edge 60 Pro Basswood Walnut ডিভাইসটির  স্পেসিফিকেশন ও ফিচারসমূহ

ডিসপ্লে- এজ ৬০ প্রো এর সামনে দেখা যাবে ৬.৬৭ ইঞ্চি ১.৫কে (২৭১২ x ১২২০ পিক্সেল) ১০ বিট পিওএলইডি ডিসপ্লে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট এবং সর্বোচ্চ ৪৫০০ নিটস ব্রাইটনেস সাপোর্ট করবে। ডিসপ্লের সুরক্ষার জন্য কর্নিং গরিলা গ্লাস ৭আই ব্যবহার করা হয়েছে। 

প্রসেসর -এতে পারফরম্যান্সের জন্য এতে মালি জি৬১৫ এমসি৬ জিপিইউ সহ মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৩৫০ এক্সট্রিম প্রসেসর দেওয়া হয়েছে।

স্টোরেজ-নতুন Motorola Edge 60 Pro Basswood Walnut ভ্যারিয়েন্ট কেবল ১২ জিবি র‌্যাম ও ৫১২ জিবি স্টোরেজ ভ্যারিয়েন্টে পাওয়া যাবে।

ক্যামেরা -ফটোগ্রাফির জন্য এর পিছনে OIS সাপোর্ট সহ ৫০ মেগাপিক্সেল Sony LYTIA 700C প্রাইমারি সেন্সর, ম্যাক্রো মোডসহ ৫০ মেগাপিক্সেল আলট্রা-ওয়াইড লেন্স, ৩এক্স জুম সাপোর্ট সহ ১০ মেগাপিক্সেল টেলিফটো ক্যামেরা উপস্থিত, যা ৫০x সুপার জুম সাপোর্ট করে। সেলফি ও ভিডিও কলিংয়ের জন্য ৫০ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা পাওয়া যাবে।

 ব্যাটারি-স্মার্টফোনটি অ্যান্ড্রয়েড ১৫ অপারেটিং সিস্টেমে চলবে। পাওয়ার ব্যাকআপের জন্য এতে ৬০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৯০ ওয়াট টার্বো পাওয়ার চার্জিং ও ১৫ ওয়াট ওয়্যারলেস চার্জিং সাপোর্ট করবে।

Motorola Edge 60 Pro Basswood Walnut এর অন্যান্য ফিচারের মধ্যে আছে স্টেরিও স্পিকার, ডলবি অ্যাটমস সাপোর্ট, ইউএসবি টাইপ সি অডিও, IP68 ও IP69 রেটিং এবং MIL-STD-810H সার্টিফিকেশন।



You might also like!