Game

9 hours ago

Champions League: চ‍্যাম্পিয়নস লিগে ১ ম‍্যাচ নিষিদ্ধ বার্সেলোনা কোচ

FC Barcelona’s head coach, Hansi Flick
FC Barcelona’s head coach, Hansi Flick

 

বার্সেলোনা, ৯ আগস্ট : চ্যাম্পিয়নস লিগে এক ম্যাচ নিষিদ্ধ হল বার্সেলোনা কোচ। নতুন মরসুমের প্রথম ম্যাচে ডাগ আউটে থাকতে পারবেন না বার্সেলোনা কোচ হান্সি ফ্লিক। সঙ্গে ফ্লিকের জরিমানা হয়েছে ২০ হাজার ইউরো। একই শাস্তি হয়েছে সহকারী কোচ মার্কাস জর্গেরও। উয়েফার ডিসিপ্লিনারি কমিটি এই শাস্তির কথা জানায়। গত মে মাসে চ‍্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের ফিরতি লেগে ইন্টার মিলানের মাঠে ৪-৩ গোলে হারে বার্সেলোনা। ওই ম‍্যাচে রেফারির অনেক সিদ্ধান্ত নিয়ে ভীষণ ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানান জার্মান কোচ ফ্লিক। আর সেদিনের সেই ঘটনার জন্য এই শাস্তি হল ফ্লিক ও জর্গ এর। এছাড়া ভিন্ন ঘটনায় শাস্তি পেয়েছেন বার্সেলোনার দুই ফরোয়ার্ড লামিনে ইয়ামাল ও রবের্ত লেভানদোভস্কি। অ‍্যান্টি-ডোপিং আধিকারিকরা নির্দেশাবলী না মানায় ৫ হাজার ইউরো করে জরিমানা করা হয়েছে তাদের। মাঠে সমর্থকরা বিভিন্ন বস্তু নিক্ষেপ করায় ৫ হাজার ২৫০ ইউরো জরিমানা করা হয়েছে বার্সেলোনাকে। এছাড়া ম‍্যাচ চলাকালে আতশবাজি পোড়ানোয় ২ হাজার ৫০০ ডলার জরিমানা করা হয়েছে স্প্যানিশ ক্লাবটিকে। সমর্থকরা জনসাধারণ চলার পথে বাধা সৃষ্টি করায় ইন্টার মিলানকে ২২ হাজার ইউরো জরিমানা করা হয়েছে। আতশবাজি পোড়ানোয় তাদের জরিমানা করা হয়েছে ১১ হাজার ৫০০ ইউরো

You might also like!