দুরন্তবার্তা ডিজিটাল ডেস্ক :এবার ভারতে আসছে OPPO K13 Turbo সিরিজ। কয়েক সপ্তাহ আগে এই সিরিজের ফোনগুলি চীনে লঞ্চ হয়েছিল। GSMArena-র এক্সক্লুসিভ রিপোর্ট অনুযায়ী, ডিভাইসগুলি আগামী ১১ থেকে ১৪ অগাস্টের মধ্যে ভারতে লঞ্চ হবে। ইতিমধ্যেই Flipkart এই সিরিজের জন্য একটি মাইক্রোসাইট লাইভ করেছে। ফলে লঞ্চের পর ডিভাইসগুলি এই ই-কমার্স সাইট থেকে পাওয়া যাবে। আসুন OPPO K13 Turbo সিরিজের চীনা মডেল দুটির ফিচার জেনে নেওয়া যাক।
প্রসেসর- Oppo K13 Turbo মডেলটি চীনে মিডিয়াটেক ডাইমেনসিটি ৮৪৫০ প্রসেসর সহ এসেছে, আর প্রো মডেলে ব্যবহার করা হয়েছে পাওয়ারফুল স্ন্যাপড্রাগন ৮এস জেন ৪ চিপসেট।
ডিসপ্লে- Oppo K13 Turbo ও Pro উভয় হ্যান্ডসেটে ৬.৮ ইঞ্চি ১.৫কে অ্যামোলেড ডিসপ্লে আছে, যা ১২০ হার্টজ রিফ্রেশ রেট সাপোর্ট করে।
ক্যামেরা-ফটোগ্রাফির জন্য OPPO K13 Turbo সিরিজের পিছনে ৫০ মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সেটআপ বর্তমান। আর সামনে পাওয়া যাবে ১৬ মেগাপিক্সেল সেলফি ক্যামেরা।
ব্যাটারি-পাওয়ার ব্যাকআপের জন্য ফোন দুটিতে ৭,০০০ এমএএইচ ব্যাটারি দেওয়া হয়েছে, যা ৮০ ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করবে।
OPPO K13 Turbo সিরিজে অ্যাক্টিভ কুলিং ফ্যান ও র্যাপিড কুলিং ইঞ্জিন উপস্থিত, যা ফোনের তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমিয়ে আনতে পারবে। এছাড়া রয়েছে IPX6, IPX8 ও IPX9 ওয়াটার রেজিস্ট্যান্স সার্টিফিকেশন।