Health

1 year ago

Custard Apple : ত্বক থেকে চুল সব ঝকঝকে হবে এই এক ফলে , জেনে নিন আতার বহুবিধ গুন

Benefites  of Custard Apple
Benefites of Custard Apple

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শীতে বাজারে নানা ফল আর সবজির সম্ভার চোখে পড়ে। এর মধ্যে কমলালেবু জনপ্রিয় হলেও বাজারে এই সময় আরো একটি ফল চখে পড়ে তা হল সীতা ফল বা আতা। আতার মধ্যে বিভিন্ন রকম ভিটামিন ও খনিজ পাওয়া যায় যা মানব দেহের বহুবিধ সমস্যার সমাধানের পাশাপাশি ত্বক ও চুলের ও যত্ন নেয়। 

*হৃদরোগীদের জন্য কাস্টার্ড আপেল খুবই উপকারী  

* শরীরে রক্ত ​​সঞ্চালন উন্নত করে 

*শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়

*দৃষ্টিশক্তি উন্নত করে 

*চুলের গোড়া মজবুত করে 

* ত্বকের টানটান ভাব বজায় রাখে

*ব্যথা কম করে

*আর্থ্রাইটিস থেকে মুক্তি দেয়

*মানব দেহে ইলেক্ট্রোলাইটের ভারসাম্য বজায়  রাখে 


You might also like!