রাজগড়, ১০ আগস্ট : মুহূর্তের মধ্যে একের পর এক পাঁচটি এলপিজি সিলিন্ডার বিস্ফোরণ। আর তার জেরে আতঙ্ক ছড়ালো এলাকায়। ঘটনাটি ঘটেছে, শনিবার রাতে মধ্যপ্রদেশের রাজগড় জেলার জিরাপুর থানার অন্তর্গত গাগারোনি গ্রামের একটি গ্রাহক পরিষেবা কেন্দ্রে। বিস্ফোরণের বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা, আতঙ্কে ঘরছাড়া হন স্থানীয়রা।
রবিবার পুলিশ সূত্রে জানা গেছে, আভাপুরা রোডের গ্রাহক পরিষেবা কেন্দ্রে রাখা ইনভার্টারে শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত। প্রাণহানির কোনও খবর নেই। দমকল বাহিনী আগুন নিয়ন্ত্রণে আনে। স্থানীয়দের দাবি, আবাসিক এলাকায় এলপিজি সিলিন্ডার মজুত বা গুদাম রাখা চলবে না, প্রশাসনকে অবিলম্বে নিরাপত্তার কড়া ব্যবস্থা নিতে হবে।