Country

10 hours ago

Haridwar:হরিদ্বারে শিবালিক পর্বতমালায় ভূমিধস, বিঘ্নিত ট্রেন চলাচল

monsoon landslide Haridwar
monsoon landslide Haridwar

 

হরিদ্বার, ৬ আগস্ট : ভারী বৃষ্টিপাতের ফলে উত্তরাখণ্ডের হরিদ্বারে ভূমিধসের ঘটনা ঘটেছে শিবালিক পর্বতমালায়। বুধবার শিবালিক পর্বতমালায় ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসের ফলে কালী মন্দিরের কাছে আপার রোডে রেলপথ বন্ধ হয়ে গিয়েছে। পাহাড়ের ধ্বংসাবশেষ রেলপথ ঢেকে দিয়েছে, যার ফলে এলাকায় ট্রেন চলাচল ব্যাহত হচ্ছে। স্থানীয় কর্তৃপক্ষ ধ্বংসাবশেষ অপসারণ এবং স্বাভাবিকতা পুনরুদ্ধারের জন্য কাজ করছে।

এদিকে, বদ্রীনাথ হাইওয়েতে ভূমিধসের ফলে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। একজন পর্যটক বলছেন, "প্রশাসন যেভাবে কাজ করছে, তাতে মনে হচ্ছে পরিস্থিতি শীঘ্রই নিয়ন্ত্রণে আসবে। স্থানীয় প্রশাসন দুর্দান্ত কাজ করছে এবং খুবই সহযোগিতা করছে।"

You might also like!