Country

10 hours ago

Patna flood update:ভারী বৃষ্টিতে বাড়ছে গঙ্গা ও সোন নদীর জলস্তর, প্লাবিত পাটনার দানাপুর

Bihar rain news
Bihar rain news

 

পাটনা, ৬ আগস্ট : ভারী বৃষ্টিপাতের কারণে পাটনায় নিরন্তর বাড়ছে গঙ্গা ও সোন নদীর জলস্তর। একটানা ভারী বৃষ্টিপাতের ফলে গঙ্গা ও সোন নদীর জল উপচে পড়ায় পাটনায় দানাপুরের জনবসতিপূর্ণ এলাকা প্লাবিত হয়েছে এবং রাস্তাঘাট ডুবে গিয়েছি। সেই জলের মধ্যেই চলাচল করতে হচ্ছে স্থানীয় মানুষজনকে।

সাবডিভিশন অফিসার দিব্যা শক্তি বলেন, "আমরা ক্রমবর্ধমান জলস্তরের উপর নজর রাখছি এবং সমস্ত ত্রাণ কেন্দ্রে প্রাথমিক সুযোগ-সুবিধা প্রস্তুত রেখেছি। নৌকার ব্যবস্থা করা হয়েছে। মানের গান্ধী পার্ক গবাদি পশুদের জন্য চিহ্নিত করা হয়েছে এবং পশুখাদ্যও সরবরাহ করা হচ্ছে। গ্রামে জল প্রবেশের কোনও খবর নেই, আমরা দানাপুরের স্থানীয় জনপ্রতিনিধিদের সঙ্গে যোগাযোগ করছি।"

You might also like!