Country

6 hours ago

Kartavya Bhavan Inauguration: অত্যাধুনিক সুবিধায় সজ্জিত, কর্তব্য ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

PM Modi and minister ML Khattar at the inauguration of Kartavya Bhawan
PM Modi and minister ML Khattar at the inauguration of Kartavya Bhawan

 

নয়াদিল্লি, ৬ আগস্ট : আধুনিক সুবিধায় সজ্জিত কর্তব্য ভবনের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী বুধবার দিল্লির কর্তব্য পথে কর্তব্য ভবনের উদ্বোধন করেছেন। উদ্বোধনের পর কর্তব্য ভবন ঘুরে দেখেন প্রধানমন্ত্রী।দিল্লিতে থাকা বিভিন্ন মন্ত্রক ও বিভাগকে একত্রিত করে দক্ষতা, উদ্ভাবন এবং সহযোগিতা বৃদ্ধির জন্য কর্তব্য ভবন তৈরি করা হয়েছে। এখানে স্বরাষ্ট্র, বিদেশ, গ্রামীণ উন্নয়ন, এমএসএমই, ডিওপিটি, পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রক/বিভাগ এবং প্রধান বৈজ্ঞানিক উপদেষ্টা (পিএসএ)-এর অফিস থাকবে।

You might also like!