শিমলা, ৬ আগস্ট : প্রবল বৃষ্টির জেরে বুধবার হিমাচল প্রদেশের কিন্নৌর কৈলাসের ট্রেকিং রুটের দু’টি অস্থায়ী সেতু ভেসে গিয়েছে। ট্রেক করতে যাওয়া ৪০০ জনেরও বেশি তীর্থযাত্রীকে উদ্ধার করা হয়েছে। এখনও বেশ কয়েক জন পর্যটক আটকে রয়েছেন। জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ)-সহ ইন্দো-তিব্বত সীমান্ত পুলিশ (আইটিবিপি) উদ্ধার অভিযানে নেমেছে। এদিন সকালে কিন্নৌর জেলা প্রশাসন ট্রেক রুটে আটকা পড়া তীর্থযাত্রীদের খবর পেয়ে আইটিবিপিকে সতর্ক করে হিমাচল প্রদেশ সরকার।
জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তীর্থযাত্রীদের আটকে পড়ার খবর পাওয়ার পরই আইটিবিপিকে জানানো হয়। তারপর তারা দ্রুত উদ্ধারকারী দল পাঠিয়েছে। আইটিবিপি তাদের সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্ধার অভিযানের কিছু ছবি ও ভিডিও প্রকাশ করেছে। আইটিবিপি সূত্রে জানা গিয়েছে, কিন্নর জেলার ডেপুটি কমিশনারের অনুরোধে, আইটিবিপি একটি উদ্ধারকারী দল মোতায়েন করেছে। লাগাতার বৃষ্টির কারণে কিন্নৌর কৈলাস যাত্রাপথের দুটি অস্থায়ী সেতু ভেঙে যাওয়ায় বহুজন আটকে পড়েন। পরিস্থিতি মোকাবিলায় পর্বতারোহণ ও রোপ রেসকিউ সরঞ্জামসহ ওই উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।
এদিকে, বুধবার সকালেই মুষলধারে বৃষ্টিপাত হয়েছে শিমলায়। ভারী বৃষ্টিপাত ও ভূমিধসের কারণে মান্ডি ও কুল্লুর মধ্যে চণ্ডীগড়-মানালি জাতীয় সড়ক বন্ধ রয়েছে। মান্ডি ও কুল্লুর মধ্যে গুরুত্বপূর্ণ সড়ক কিরাতপুর-মানালি জাতীয় সড়ক বর্তমানে ভূমিধস ও ক্রমাগত পাথর গড়িয়ে আসার কারণে একাধিক স্থানে বন্ধ রয়েছে। একই রকম পরিস্থিতির কারণে কাটাউলা-কামান্ড হয়ে বিকল্প সড়কটিও চলাচলের জন্য অনুপযুক্ত হয়ে পড়েছে।