দেহরাদূন, ৬ আগস্ট : উত্তরাখণ্ডের উত্তরকাশীতে মঙ্গলবার হড়পা বানের পরে যুদ্ধকালীন তৎপরতার মধ্যে উদ্ধারকাজ চলছিল। এরই মাঝে ফের ভারী বৃষ্টিপাত শুরু হয়েছে। এর ফলে ব্যাহত হয়েছে উদ্ধারকাজ। বুধবারও একটানা বৃষ্টি হয়ে যাওয়ায় বাধা পাচ্ছে উদ্ধারকাজ। এনডিআরএফের টিম পাঠানো হয়েছে উদ্ধারকাজে। নিখোঁজ মানুষকে খোঁজার জন্য নামানো হচ্ছে এনডিআরএফের বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর। ভূমিধসের জেরে ৫টি জাতীয় সড়ক সহ মোট ১৬৩টি রাস্তা বন্ধ হয়ে গিয়েছে।
উল্লেখ্য, মঙ্গলবার বিকেলে উত্তরাখণ্ডের উত্তরকাশীর ধারালী গ্রাম এবং হরসিল উপত্যকায় আচমকা হড়পা বান নামে। এর ফলে কমপক্ষে চার জনের মৃত্যু হয়েছে, ন’জন সেনা সদস্য নিখোঁজ এবং বহু লোক ধ্বংসস্তূপের নিচে আটকে রয়েছেন বলে আশঙ্কা করা হচ্ছে। নিখোঁজ অন্তত ৬০।